থাইল্যান্ডে পর্যটকরা ক্রিপ্টোকারেন্সিতে কেনাকাটা করতে পারবেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৩৯

বিদেশি পর্যটকদের জন্য অর্থ খরচ আরো সহজ করতে থাইল্যান্ড চালু করছে ‘ট্যুরিস্টডিজিপে’ নামে একটি পরীক্ষামূলক পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে পর্যটকরা ক্রিপ্টোকারেন্সি থাই বাথে রূপান্তর করে খরচ করতে পারবেন। অর্থমন্ত্রী পিচাই চুনহাভাজিরা ১৮ আগস্ট এক প্রেস ব্রিফিংয়ে এই উদ্যোগের ঘোষণা দেন।
এই প্রকল্পটি ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে শুরু হয়ে ১৮ মাস চলবে। তবে সরাসরি ক্রিপ্টো দিয়ে পণ্য বা সেবা কেনা যাবে না। পর্যটকদের প্রথমে ডিজিটাল অ্যাসেটকে থাই বাথে রূপান্তর করতে হবে এবং ব্যবসায়ীরা শুধু বাথেই পেমেন্ট গ্রহণ করবেন।
অর্থমন্ত্রী জানান, ‘‘নগদ ও ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে এই উদ্ভাবনী পেমেন্ট ব্যবস্থা বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণকে আরো সহজ করবে”। এই উদ্যোগের মাধ্যমে QR কোড ভিত্তিক ই-ওয়ালেট ব্যবহার করে পর্যটকরা খরচ করতে পারবেন, তবে মাসিক সর্বোচ্চ সীমা থাকবে ৫ লাখ বাথ।
এই প্রকল্পে অংশ নিতে হলে পর্যটকদের লাইসেন্সপ্রাপ্ত ডিজিটাল অ্যাসেট অপারেটর এবং ই-মানি পরিষেবা প্রদানকারীর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। কঠোর KYC ও AML নিয়মাবলি অনুসরণ করতে হবে, যা অর্থ পাচার রোধে সহায়ক হবে।
থাইল্যান্ডের পর্যটন খাত বর্তমানে চ্যালেঞ্জের মুখে, বিশেষ করে চীনা পর্যটকদের সংখ্যা ৩৩% কমে যাওয়ায়। দেশটি এখন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটকদের আকৃষ্ট করতে চায়। চলতি বছরের প্রথম আট মাসে ২ কোটি ২ লাখ পর্যটক এসেছে, যা গত বছরের তুলনায় ৬.৯% কম।
পর্যটন খাত থাইল্যান্ডের জিডিপির প্রায় ১২% অবদান রাখে। সরকার আশা করছে, ‘ট্যুরিস্টডিজিপে’ প্রকল্পের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে এবং পর্যটন ব্যয় বাড়বে।
তথ্যসূত্র: দৈনিক আজকের পত্রিকা