Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে বাবা-মায়ের রেসিডেন্স ভিসা স্পন্সর করার নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৮

দুবাইয়ে বাবা-মায়ের রেসিডেন্স ভিসা স্পন্সর করার নিয়ম

দুবাইয়ে বসবাসরত প্রবাসীরা এখন তাদের বাবা-মায়ের জন্য রেসিডেন্স ভিসা স্পন্সর করতে পারেন, তবে এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, আবেদনকারীর মাসিক আয় কমপক্ষে ১০ হাজার দিরহাম হতে হবে এবং তার নামে একটি বৈধ ‘Ejari’ রেন্টাল চুক্তি থাকতে হবে, যেখানে দুই বা তিন বেডরুমের অ্যাপার্টমেন্টের উল্লেখ থাকবে।

স্পন্সরশিপের জন্য একটি ৫ হাজার দিরহামের নিরাপত্তা জামানত জমা দিতে হয়, যা ভিসা অনুমোদনের পর ফেরতযোগ্য। আবেদনকারীকে অবশ্যই বৈধ এমিরেটস আইডি, পাসপোর্ট কপি, রেসিডেন্স ভিসা কপি, চাকরির চুক্তিপত্র, তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং একটি কনস্যাঙ্গুইনিটি সার্টিফিকেট (যা বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক প্রমাণ করে) জমা দিতে হয়। এই সার্টিফিকেটটি নিজ দেশের কনস্যুলেট, ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আরবি ভাষায় অনুবাদসহ আইনগতভাবে অনুমোদিত হতে হবে।

বাবা-মায়ের পক্ষ থেকে প্রয়োজন হয় পাসপোর্টের কপি, সাম্প্রতিক ছবি এবং স্বাস্থ্যবীমা। যদি তারা ইতোমধ্যে দুবাইয়ে ভিজিট ভিসায় থাকেন, তাহলে আবেদন করে নতুন স্পন্সরশিপ ফাইল খোলা যায়।

আবেদনের প্রক্রিয়ায় একটি মেডিকেল ফিটনেস টেস্ট বাধ্যতামূলক, যা নির্ধারিত মেডিকেল সেন্টারে সম্পন্ন করতে হয় এবং ফলাফল সাধারণত ২৪-৪৮ ঘণ্টার মধ্যে পাওয়া যায়।

এই নিয়মাবলি অনুসরণ করে প্রবাসীরা তাদের বাবা-মায়ের সঙ্গে থাকার সুযোগ তৈরি করতে পারেন, যা পারিবারিক সংহতি ও মানসিক স্বস্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রতিটি আবেদন ভিন্ন হতে পারে, তাই আবেদনকারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা টাইপিং সেন্টারের মাধ্যমে সঠিক নির্দেশনা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo