Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ২৫৮ প্রবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৪

কুয়েতে ২৫৮ প্রবাসী আটক

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত এক বড় ধরনের নিরাপত্তা অভিযানে ২৫৮ জন প্রবাসীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এই অভিযান পরিচালনা করেছে রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ দল।

এই অভিযান পরিচালিত হয় উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহর নির্দেশে এবং নাগরিকত্ব ও রেসিডেন্সি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফাওয়াজ আল-রুমির সরাসরি তত্ত্বাবধানে।

আটককৃতদের মধ্যে রয়েছেন-

- যেসব শ্রমিক কর্মস্থল থেকে পালিয়েছেন 

- যাদের রেসিডেন্সি পারমিট বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে

- যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে

মন্ত্রণালয় জানিয়েছে, তারা অবৈধভাবে বসবাসকারী ও কর্মরত ব্যক্তিদের শনাক্ত করতে নিয়মিত অভিযান চালাবে। একই সঙ্গে যেসব নিয়োগকর্তা শ্রম আইন লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শ্রমিক ও নিয়োগকর্তা উভয়কে আইনের আওতায় আনা হবে এবং কুয়েতের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

তথ্যসূত্র: আরব টাইমস

Logo