সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩০

আধুনিক পরিকাঠামো, নিরাপদ জীবনযাত্রা ও বৈশ্বিক অর্থনীতির কেন্দ্র হিসেবে সিঙ্গাপুর দিন দিন বিদেশি নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গেলে নাগরিকত্বের পথও সুগম হয়। সিঙ্গাপুর সরকার বিদেশিদের জন্য পার্মানেন্ট রেসিডেন্সি (PR) বা স্থায়ী বসবাসের অনুমতি দিয়ে থাকে, যার আবেদন ফি মাত্র ১০০ সিঙ্গাপুরি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৮০০ থেকে ৭ হাজার টাকা।
সিঙ্গাপুরে PR আবেদন করতে পারেন-
- যারা দেশটিতে অন্তত দুই বছর ধরে পড়াশোনা করছেন।
- সিঙ্গাপুরের নাগরিক বা PR হোল্ডারের ২১ বছরের কম বয়সী সন্তান।
- সিঙ্গাপুরের নাগরিক বা PR হোল্ডারের সঙ্গে বিবাহিত ব্যক্তি।
- দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং Employment Pass বা S Pass ধারী।
- যারা ১ কোটি সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করেছেন।
প্রয়োজনীয় কাগজপত্র:
- পাসপোর্ট ও বৈধ ভ্রমণ নথি
- ইমিগ্রেশন পাস ও কর্মসংস্থান পাস
- পাসপোর্ট সাইজ ছবি
- জন্মসনদ, শিক্ষাগত সনদ
- শেষ ছয় মাসের বেতন স্লিপ
- বিবাহ সনদ (যদি প্রযোজ্য হয়)
- স্পন্সরের পরিচয়পত্র ও রেফারেন্স লেটার
- ইংরেজি ছাড়া নথির নোটারি অনুবাদ
আবেদনের ধাপ:
১. ICA-এর ই-সার্ভিস পোর্টাল থেকে যোগ্যতা যাচাই।
২. Singpass দিয়ে লগইন করে আবেদন ফর্ম পূরণ।
৩. প্রয়োজনীয় কাগজপত্র আপলোড।
৪. ১০০ সিঙ্গাপুরি ডলার ফি জমা।
৫. আবেদন প্রক্রিয়াকরণে ৪-৬ মাস সময়।
৬. অনুমোদনের পর Re-entry permit ও NRIC কার্ড সংগ্রহ।
PR অনুমোদন পেলে সিঙ্গাপুরে কাজ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সম্পত্তি মালিকানা সহজ হয়। তবে আবেদনকারীদের সিঙ্গাপুরে বসবাসের বাস্তব অভিজ্ঞতা, অর্থনৈতিক অবদান ও সামাজিক সংযুক্তি মূল্যায়ন করা হয়।
সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ এখন অনেকের জন্য বাস্তব সম্ভাবনা। সঠিক প্রস্তুতি ও নথিপত্র থাকলে আবেদন প্রক্রিয়া সহজেই সম্পন্ন করা যায়।
তথ্যসূত্র: www.ica.gov.sg/reside/PR/apply