Logo
×

Follow Us

বাংলাদেশ

বাহরাইনে বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:৫৭

বাহরাইনে বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আবদুর রহমান আল খলিফা সম্প্রতি বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকটি অনুষ্ঠিত হয় ৩০ জুন, ২০২৫ তারিখে।

বৈঠকের শুরুতে শেখ নাসের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, “দুই দেশের মধ্যে সহযোগিতা আরো গভীর ও বিস্তৃত হওয়া উচিত, বিশেষ করে নিরাপত্তা, অভিবাসন ও মানবসম্পদ খাতে।”

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

এই বৈঠকটি এমন একসময়ে অনুষ্ঠিত হলো, যখন বাহরাইনে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় ১.৫ লাখ ছাড়িয়েছে এবং দুই দেশের মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ ও কনস্যুলার সেবার উন্নয়নে নতুন মাত্রা যোগ হচ্ছে।

তথ্যসূত্র: বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Logo