Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ জুলাই, ২০২৫

সৌদি, বাহরাইনে আসছে ধূলিঝড়; চলছে দাবদাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:৪৩

সৌদি, বাহরাইনে আসছে ধূলিঝড়; চলছে দাবদাহ

সংবাদের অডিও শুনতে ক্লিক করুন

সৌদি আরব

আসছে সপ্তাহের ৭ জুলাই থেকে সৌদি আরবের নানা অঞ্চলে ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে সৌদির আবহাওয়া বিভাগ। মক্কা, মদিনা, আসির, নাজরান ও রাজধানী রিয়াদের কিছু এলাকা এই ধূলিঝড়ের প্রকোপে পড়বে। দৃষ্টিসীমা নেমে আসবে ৩-৫ কিলোমিটারে। তাপমাত্রা বেড়ে ৪৭-এ পৌঁছাবে। এদিকে, দেশটি ওমরাহ চালুর পর ১ লাখ ৯০ হাজার ভিসা ইস্যু করেছে। পুরোদমে ফিরে এসেছে ওমরাহর সব সুবিধা।   

বাহরাইন

এদিকে, বাহরাইনেও ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। মঙ্গলবার থেকে শুরু এই অবস্থা চলবে ৫ জুলাই পর্যন্ত। এছাড়া ৫, ৬, ৭ জুলাই আশুরার ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এ সপ্তাহান্তে লম্বা ছুটি পাবে বাহরাইনের নাগরিকরা।


সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে বুধবার তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি। দেশটির সব অঞ্চলে এই দাবদাহ চলবে। এদিকে, শারজাহতে আম মেলা দারুণ সাড়া ফেলেছে। প্রদর্শনীতে সদ্য শেষ হওয়া এই মেলায় ২০ হাজার লোকের জমায়েত হয়েছে। আম বিক্রি হয়েছে ১০ লক্ষ দিরহামের বেশি।  


কাতার

মধ্যপ্রাচ্যের সব দেশে সরাসরি বিমান চলাচল শুরু করেছে কাতার এয়ারওয়েজ। গালফ নিউজ জানিয়েছে, ৩০ জুন ইরাক, সিরিয়া, লেবানন ও জর্ডানেও ফ্লাইট চালু করেছে এয়ারলাইন্সটি। ইরান-ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে অনেক দেশে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।


কুয়েত

১ জুলাই থেকে বিদেশি কর্মীদের দেশে ফেরার আগে এক্সিট পারমিট কার্যকর করেছে কুয়েত। বিদেশি কর্মীরা কুয়েত ছাড়ার আগেই মালিকের অনুমতিসহ এই এক্সিট পারমিট বাধ্যতামূলকভাবে নিতে হবে। কুয়েত টাইমস্ জানিয়েছে, ১ জুলাইতে সাহিল অ্যাপের মাধ্যমে ২২ হাজার কর্মী এই এক্সিট পারমিটের জন্য এরই মধ্যে আবেদনও করেছে।  


ওমান

ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। পালাওয়ের পতাকাবাহী এই জাহাজে ১৪ জন ক্রু ছিল। ইঞ্জিনরুম থেকে আগুনের শুরু। ৩০ জুন রাতের এ ঘটনায় ভারতীয় নৌবাহিনী আগুন নেভানো ও নাবিকদের উদ্ধারে সাহায্য করেছে।

Logo