
আম চাষে আগ্রহী বাংলাদেশি কৃষকদের ভাড়া ছাড়াই নিয়ে যেতে চায় আলজেরিয়ার সরকার। জমি, বিদ্যুৎ, গ্যাস ও পানির সুবিধাও দেওয়া হবে বিনা খরচে। আম উৎপাদন ছাড়াও প্রক্রিয়াজাত পণ্য এবং আম আমদানিতে আগ্রহ দেখিয়েছে দেশটি। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে ‘আলজেরিয়ার সঙ্গে কৃষি বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক কৃষিভিত্তিক আম প্রক্রিয়াকরণবিষয়ক সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলৌহাব সাইদানী।
আয়োজনে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জের আমচাষি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও রপ্তানিকারকরা। রাষ্ট্রদূত সাইদানী বলেন, আমরা বাংলাদেশ থেকে কৃষক, গবেষক ও উদ্যোক্তাদের নিয়ে গিয়ে আম চাষের উপযোগিতা ও জমির গুণাগুণ যাচাই করতে চাই। দুই দেশের মধ্যে যাত্রীবাহী বিমান ও কার্গো ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা চলছে।
আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার আগ্রহের কথাও জানান তিনি। চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন।
তথ্যসূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন