মালয়েশিয়ায় এক্সপ্রেস ও ট্যুর বাসে সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৯:২১

মালয়েশিয়ায় এক্সপ্রেস ও ট্যুর বাসে চালক এবং যাত্রী সবার জন্য সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম ভাঙলে তথা সিটবেল্প না বাঁধলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩০০ রিংগিত জরিমানা করা হবে। ১ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
মালয়েশিয়ায় সম্প্রতি একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি বাস দুর্ঘটনায় পড়ে। এতে ১৫ জন শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনার পর এক্সপ্রেস ও ট্যুর বাসের জন্য নিয়ম কঠোর করার দাবি জোরালো হয়।
সেই দাবির পরিপ্রেক্ষিতে এক্সপ্রেস ও ট্যুর বাসে সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হলো। রোববার (২৯ জুন) মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) এ বিষয়ে একটি ঘোষণা দেয়।
প্রাথমিকভাবে ২০২০ সালের জানুয়ারি থেকে তৈরি বাসগুলোতে এই নিয়ম কার্যকর হবে। সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) মহাপরিচালক এডি ফাদলি রামলি জানিয়েছেন, পুরনো বাসগুলোকে সিটবেল্ট লাগানোর জন্য সময় দেওয়া হবে।
এই কর্মকর্তা বলেন, এর আগে আমরা সচেতনতামূলক পদ্ধতি অবলম্বন করেছিলাম। কিন্তু ১ জুলাই থেকে আমরা কঠোরভাবে এটি প্রয়োগ করব।
তিনি জানান, চালকরা যাত্রীদের সিটবেল্ট পরার কথা মনে করিয়ে দিতে ব্যর্থ হলে কেবল যাত্রীকেই নয়, চালক ও বাস পরিচালনাকারী সংস্থাকেও জরিমানা করা হবে। যদি চালক মনে করিয়ে দেওয়ার পরও যাত্রীরা তা না মানেন, তবে প্রত্যেক যাত্রীকে ৩০০ রিংগিত করে জরিমানা করা হবে।
ফাদলি রামলি আরো উল্লেখ করেন, বাস পরিচালকদের সাথে এরই মধ্যে আলোচনা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুবিধার্থে নির্দেশিকা জারি করা হয়েছে। চালকদের দায়িত্ব যাত্রার আগে সব যাত্রীর সিটবেল্ট পরার বিষয়টি নিশ্চিত করা। এখন থেকে এই নিয়ম লঙ্ঘনের বিষয়ে কোনো আপস করা হবে না।
তথ্যসূত্র: সময় অনলাইন