Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে প্রবাসীদের জন্য সরকারি চাকরিতে ৫০,০০০ দিরহাম পর্যন্ত বেতন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৯:১৭

দুবাইয়ে প্রবাসীদের জন্য সরকারি চাকরিতে ৫০,০০০ দিরহাম পর্যন্ত বেতন

দুবাইয়ে প্রবাসীদের জন্য সরকারি চাকরির বাজারে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, দুবাই সরকারের বিভিন্ন বিভাগে প্রবাসীদের জন্য ৫০ হাজার দিরহাম পর্যন্ত বেতনের চাকরির সুযোগ রয়েছে। গ্রীষ্মকালীন মৌসুমেও নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে, যা সাধারণ ধারণার বিপরীত।

কোন কোন পদে নিয়োগ?

Dubai Careers ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় রয়েছে উচ্চ বেতনের একাধিক পদ, যেমন:

- পলিসি অ্যাডভাইজর (Public Sector Assets & Properties Management): বেতন ৩০ হাজার থেকে ৪০ হাজার দিরহাম

- সিনিয়র ফিন্যান্সিয়াল কনসালট্যান্ট: বেতন ৪০ হাজার থেকে ৫০ হাজার দিরহাম

- চিফ স্পেশালিস্ট – Procurement & Storage Policies: বেতন ৩০ হাজার দিরহাম

- অডিট ম্যানেজার, সোশ্যাল পলিসি রিসার্চ এক্সিকিউটিভ, স্ট্যাটিস্টিক্স অ্যানালিস্টসহ আরো অনেক পদ

দুবাইয়ের সরকারি চাকরিগুলো প্রবাসীদের কাছে জনপ্রিয় কারণ:

- চাকরির স্থায়িত্ব ও সুবিধা

- ভিসা ও আবাসন সুবিধা

- উন্নত কর্মপরিবেশ ও ক্যারিয়ার গ্রোথ

বিশেষজ্ঞরা বলছেন, “বেসরকারি খাতে নিয়োগে ধীরগতি থাকলেও সরকারি খাতে দক্ষ প্রার্থীদের জন্য সুযোগ বাড়ছে।”

আবেদন কোথায় করবেন?

প্রার্থীরা www.dubaicareers.ae ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে বেতন নির্ধারিত হবে।

এই নিয়োগপ্রক্রিয়া প্রমাণ করে, দুবাই এখনো দক্ষ প্রবাসীদের জন্য একটি প্রতিশ্রুতিশীল গন্তব্য, বিশেষ করে যারা সরকারি খাতে স্থায়ী ও সম্মানজনক ক্যারিয়ার গড়তে চান।

তথ্যসূত্র: লিভ-ইন-দুবাই ওয়েবসাইট

Logo