শত প্রতিকূলতায় যুক্তরাষ্ট্রে অভিবাসীদের পাশে আইআরসি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪১

ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির মধ্যেও আন্তর্জাতিক রেসকিউ কমিটি (IRC) যুক্তরাষ্ট্রে নতুন অভিবাসী ও শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে। তারা দ্রুত চাকরি পেতে সহায়তা, অনাথ শিশুদের আইনি সুরক্ষা, ডিজিটাল তথ্যসেবা, মানব পাচার প্রতিরোধ ও কমিউনিটি প্রতিষ্ঠানে সহায়তা করছে।
সুদান থেকে আগত ওমর আইআরসির সহায়তায় এখন সল্ট লেক সিটিতে সফল কৃষক। তাদের মেয়েও এখন অভিবাসী কৃষকদের সহায়তায় কাজ করছেন। যে ছয়টি উপায়ে আইআরসি সহায়তা করছে, এগুলো হলো-
১. চাকরি সহায়তা ও দক্ষতা উন্নয়ন:
আইআরসি পেশাগত পরামর্শ, চাকরি খোঁজায় সহায়তা ও স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করে। সুদান থেকে আগত ওমর এখন সল্ট লেক সিটিতে একজন সফল কৃষক।
২. অনাথ শিশুরা পাচ্ছে আইনি সহায়তা:
যুক্তরাষ্ট্রে অনাথ ও একাকী শিশুদের আইনি সুরক্ষা হুমকির মুখে। আইআরসি শিশুদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে। সহিংসতা ও পাচার থেকে পালিয়ে আসা শিশুরা যাতে নিরাপদে থাকতে পারে, সেটি নিশ্চিত করে।
৩. ডিজিটাল তথ্যসেবা:
‘Settle In’, ‘Refugee.Info’-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শরণার্থীরা বাসস্থান, স্বাস্থ্যসেবা, চাকরি ও আইনগত অধিকার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাচ্ছেন।
৪. মানব পাচার প্রতিরোধ:
পাচারের শিকারদের জন্য আইআরসি জরুরি আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ব্যবস্থা করে। একই সঙ্গে তারা সচেতনতা ও প্রতিরোধমূলক প্রশিক্ষণও দিয়ে থাকে।
৫. স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি:
স্কুল, হাসপাতাল ও কমিউনিটি সংগঠনগুলোকে প্রশিক্ষণ দিয়ে অভিবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে সাহায্য করে আইআরসি।
৬. আইনি অধিকার রক্ষায় জনমত গঠন:
অভিবাসন নীতির বিরুদ্ধে জনমত গঠন ও মানবিক সহায়তার পক্ষে সচেতনতা তৈরিতে কাজ করছে সংস্থাটি।
তথ্যসূত্র: আইআরসি