Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্ক থেকে বাদ পড়ল ফোন, কম্পিউটার, চিপস্

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০০:৩১

ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্ক থেকে বাদ পড়ল ফোন, কম্পিউটার, চিপস্

১২৫% হারে চীনা পণ‍্যের ওপর শুল্ক এবং ১০% বৈশ্বিক শুল্কের আওতার বাইরে থাকছে প্রযুক্তিপণ্য এমনটিই জানিয়েছে ট্রাম্পের সরকার। রেসিপ্রোকাল ট‍্যারিফ বা পাল্টাপাল্টি শুল্কারোপের পর, চীনে উৎপাদিত আইফোনের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। এমন দাম বাড়লে মার্কিনিদেরই আইফোন কেনা কমে যাবে, প্রভাব পড়বে বিশ্ববাজারে। এমন উদ্বেগের মধ‍্যেই ট্রাম্প সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এলো। এতে করে প্রযুক্তিপণ্য ব্যবহারকারীরা দাম বৃদ্ধির ধাক্কা থেকে কিছুটা রক্ষা পেতে পারেন এবং অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রযুক্তি জায়ান্টদের জন্য এটি বড় সুবিধা হয়ে দাঁড়াতে পারে।

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন শুক্রবার সন্ধ্যায় যে তালিকা প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে— এই প্রযুক্তি পণ্যগুলো ট্রাম্পের ঘোষিত ১২৫% চীনা ট্যারিফ এবং প্রায় সব দেশের জন্য প্রযোজ্য ১০% মৌলিক বৈশ্বিক ট্যারিফ থেকে বাদ থাকবে।

ছাড়প্রাপ্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে:

স্মার্টফোন

ল্যাপটপ

হার্ড ড্রাইভ

কম্পিউটার প্রসেসর ও মেমোরি চিপ

চিপ উৎপাদনের যন্ত্রপাতি

এসব জনপ্রিয় পণ্য সাধারণত যুক্তরাষ্ট্রে তৈরি হয় না এবং ঘরোয়া উৎপাদন শুরু করতে গেলে বহু বছর সময় লাগবে। তাই এ শুল্ক ছাড় উৎপাদন খাতে বিনিয়োগকারী যেমন Taiwan Semiconductor Manufacturing Co.-র জন্যও গুরুত্বপূর্ণ, যারা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

তবে এই শুল্ক ছাড় স্থায়ী নাও হতে পারে। মূল আদেশ অনুযায়ী, কিছু নির্দিষ্ট খাতে বাড়তি শুল্ক না বসিয়ে, কেবল দেশের জন্য নির্ধারিত হারে শুল্ক আরোপ করার নির্দেশ ছিল। এই ছাড় ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে এসব পণ্যের ওপর অন্য ধরনের (সম্ভবত কম হারে) শুল্ক বসানো হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, সেমিকন্ডাক্টরের ওপর আলাদা করে শুল্ক আরোপের কথা ট্রাম্প বহুবার বলেছেন, যদিও এখনো তা বাস্তবায়ন হয়নি। এখন পর্যন্ত খাতভিত্তিক শুল্ক হার ২৫% হলেও সেমিকন্ডাক্টর ও সংশ্লিষ্ট পণ্যের জন্য হারে কী পরিবর্তন হবে, তা এখনো পরিষ্কার নয়। হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: গালফ নিউজ

Logo