Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডার টরন্টোতে অভিবাসনবিরোধী সমাবেশে পাল্টা বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬

কানাডার টরন্টোতে অভিবাসনবিরোধী সমাবেশে পাল্টা বিক্ষোভ

কানাডার টরন্টো শহরের ডাউনটাউনে অভিবাসনবিরোধী একটি সমাবেশকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। ১০ জানুয়ারি বিকেলে আয়োজিত ওই সমাবেশে কয়েক ডজন মানুষ অংশ নেন। তারা কানাডায় অভিবাসন নীতির বিরুদ্ধে স্লোগান দেন এবং সরকারের প্রতি অভিবাসন সীমিত করার আহ্বান জানান। কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।  

তবে একই সময়ে অভিবাসনপন্থি ও মানবাধিকারকর্মীরা পাল্টা বিক্ষোভ আয়োজন করেন। তাদের দাবি, অভিবাসীরা কানাডার অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই অভিবাসনকে সীমিত করার পরিবর্তে আরো অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ করা উচিত। পাল্টা বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিবাসীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বৈষম্যমূলক বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। 

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়, যাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ না ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে ছিল। যদিও কিছু সময় উত্তেজনা দেখা দিয়েছিল, তবে বড় কোনো সংঘর্ষ হয়নি।  

অভিবাসনবিরোধী সমাবেশের আয়োজকরা দাবি করেন, কানাডায় অভিবাসনের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চাকরি ও আবাসন সংকট তৈরি হচ্ছে। তারা সরকারের কাছে অভিবাসন নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান। অন্যদিকে পাল্টা বিক্ষোভকারীরা বলেন, অভিবাসীরা কানাডার শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাদের ছাড়া অনেক খাত অচল হয়ে পড়বে।  

বিশ্লেষকরা বলছেন, কানাডায় অভিবাসন নিয়ে বিতর্ক নতুন নয়। সম্প্রতি অভিবাসন সংখ্যা বাড়ায় বিষয়টি আবারো আলোচনায় এসেছে। তবে কানাডার অর্থনীতি ও জনসংখ্যার ভারসাম্য রক্ষায় অভিবাসন অপরিহার্য বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।  

এই ঘটনার পর স্থানীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, অভিবাসনবিরোধী বক্তব্য সমাজে বিভাজন তৈরি করতে পারে। অন্যদিকে অভিবাসনপন্থিরা বলছেন, কানাডার বহুসাংস্কৃতিক সমাজে অভিবাসীদের অবদান অস্বীকার করা যায় না।

Logo