Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ট্রাম্পের হুমকি ও হস্তক্ষেপে বিশ্বজুড়ে অস্থিরতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১১

ট্রাম্পের হুমকি ও হস্তক্ষেপে বিশ্বজুড়ে অস্থিরতা

গত বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি শান্তি প্রতিষ্ঠাকারী ও ঐক্যের সাধক হতে চান। কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগেই তার নীতি ও পদক্ষেপে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। ইতোমধ্যে ১১টি দেশে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন তিনি, সাতটি দেশে বোমা হামলার নির্দেশ দিয়েছেন এবং ৯০টির বেশি দেশে কঠোর শুল্ক আরোপ করেছেন। অভিবাসন ঠেকাতে ৩৮ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

দ্য ডেইলি স্টারের প্রতিবেদন বলছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ইরান, গ্রিনল্যান্ড, কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোও এখন সামরিক আগ্রাসনের হুমকির মুখে। চীন ও ভারতের পণ্যে সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।  

ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, আন্তর্জাতিক আইন তার কাছে গুরুত্বহীন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না।” তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, পররাষ্ট্রনীতিতে তিনি কেবল নিজের নৈতিকতাকে মানদণ্ড হিসেবে নিচ্ছেন।  

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ট্রাম্প ইউরোপে অস্থিরতা সৃষ্টি করেছেন। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে তারা আগে গুলি চালাবে। এতে ন্যাটো জোটের ভেতরেও জটিলতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ডে আগ্রাসন ইউক্রেনে রাশিয়ার জন্য সুবিধা তৈরি করবে।  

ভেনেজুয়েলার তেল ভান্ডার দখলের চেষ্টা করে ট্রাম্প চীনের অর্থনৈতিক স্বার্থে আঘাত হেনেছেন। লাতিন আমেরিকার দেশগুলোতে চীনের ব্যাপক বিনিয়োগ ও বাজার রয়েছে। মেক্সিকোতে ড্রাগ কার্টেলবিরোধী অভিযান চালানোর হুমকি দিয়ে ট্রাম্প নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, মার্কিন সেনাদের উপস্থিতি সহ্য করা হবে না।  

তাইওয়ানকে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়ে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্ক আরো জটিল করেছে। চীন তাইওয়ান ঘিরে সামরিক মহড়া চালিয়েছে এবং প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইপেকে একত্রীকরণ অনিবার্য। মধ্যপ্রাচ্যে ইরানকে বিক্ষোভ দমনের ঘটনায় কঠোর হুমকি দিয়েছে ট্রাম্প। আফ্রিকার দেশেও আইএসের আস্তানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।  

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ডাকাতের আস্তানা থেকে বিশ্বকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের ধারাবাহিক হুমকি দুর্বল দেশগুলোকে বড় শক্তির সঙ্গে ঘনিষ্ঠ হতে বাধ্য করছে।  

Logo