Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

স্নো-লাভারদের জন্য যুক্তরাষ্ট্রে বিশাল উৎসব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৭

স্নো-লাভারদের জন্য যুক্তরাষ্ট্রে বিশাল উৎসব

বিশ্বের শীর্ষ পাওয়ারস্পোর্টস কোম্পানি Polaris Inc. আগামী ফেব্রুয়ারিতে আয়োজন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্রি স্নোমোবাইল রাইডস প্রোগ্রাম। এই উদ্যোগে নতুন ও অভিজ্ঞ সব ধরনের রাইডারই এক ঘণ্টার জন্য Polaris-এর সর্বশেষ ও উন্নত মডেলের স্নোমোবাইল চালানোর সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় মিনেসোটা, উইসকনসিন, মিশিগান, মন্টানা, ওয়াইওমিং, কলোরাডো অঙ্গরাজ্যগুলোতে Polaris Adventures-এর অংশীদার লোকেশনগুলোতে এই রাইডস আয়োজন করা হবে। নির্বাচিত Polaris Adventures লোকেশনে অনুষ্ঠিত এই প্রোগ্রামে অংশগ্রহণকারীরা বরফে ঢাকা মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।  

শীতকাল সাধারণত ঘরে থাকার সময় হিসেবে ধরা হলেও Polaris-এর এই উদ্যোগে মানুষকে বাইরে এসে বরফে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। নতুন মডেলের স্নোমোবাইল চালিয়ে অংশগ্রহণকারীরা শীতের সৌন্দর্যকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। গত বছরের আয়োজন কয়েক দিনের মধ্যেই পূর্ণ হয়ে গিয়েছিল, তাই এবারো ব্যাপক সাড়া পড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।  

প্রতিটি রাইডের আগে অংশগ্রহণকারীদের জন্য নিরাপত্তা নির্দেশনা দেওয়া হবে এবং সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হবে। Polaris-এর অভিজ্ঞ গাইডরা রাইডারদের সহায়তা করবেন, যাতে তারা নিশ্চিন্তে বরফে ঢাকা ট্রেইলগুলোতে ভ্রমণ করতে পারেন। নতুন ট্রেইল ব্যবহারের সুযোগ থাকায় অংশগ্রহণকারীরা শীতের ভিন্ন ভিন্ন দিক দেখতে পাবেন।  

রাইডে অংশ নিতে আগ্রহীদের Polaris-এর ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে এবং একটি কোড সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসন সংখ্যা সীমিত হওয়ায় দ্রুত নিবন্ধন করা জরুরি।  

৭০ বছরেরও বেশি সময় ধরে Polaris স্নোমোবাইল শিল্পে নেতৃত্ব দিয়ে আসছে। উচ্চক্ষমতাসম্পন্ন, নির্ভরযোগ্য ও আরামদায়ক স্নোমোবাইল তৈরি করে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে। ফ্রি স্নোমোবাইল রাইডস প্রোগ্রাম সেই ঐতিহ্যকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা শীতের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের মাঝে Polaris-এর নতুন প্রযুক্তি সমৃদ্ধ স্নোমোবাইল চালানোর অভিজ্ঞতা পাবেন।  

Polaris-এর এই উদ্যোগ নতুন রাইডারদের জন্য শীতকালীন অভিযাত্রার দরজা খুলে দিচ্ছে। অভিজ্ঞ রাইডারদের জন্যও এটি হবে নতুন মডেলের স্নোমোবাইল পরীক্ষা করার সুযোগ। বরফে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক ঘণ্টার রাইড অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

Logo