কানাডায় নতুন নাগরিকত্ব আইন কার্যকর হয়েছে। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর থেকে বিল সি-৩ অনুযায়ী ‘সিটিজেনশিপ বাই ডিসেন্ট’ বা বংশগত নাগরিকত্বের নিয়মে বড় পরিবর্তন এসেছে। আগে কেবল বাবা-মা কানাডিয়ান নাগরিক হলে সন্তান নাগরিকত্বের যোগ্য হতো। এখন দাদা-দাদি বা নানা-নানি কানাডিয়ান নাগরিক হলে তারাও নাগরিকত্বের জন্য যোগ্য হতে পারবেন।
এই পরিবর্তনের ফলে হাজার হাজার মানুষ, যাদের আগে “লস্ট কানাডিয়ান” বলা হতো, তারা এখন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। নতুন আইন কার্যকর হওয়ার পর অনেক পরিবার আবার কানাডার নাগরিকত্বের আওতায় আসার সুযোগ পাচ্ছে।
কানাডা সরকার জানিয়েছে, নাগরিকত্বের যোগ্যতা যাচাইয়ের জন্য তাদের পুরনো ওয়েব টুল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নতুন একটি অনলাইন টুল চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা সহজেই জানতে পারবেন তারা নতুন আইনের আওতায় নাগরিকত্বের যোগ্য কিনা। যোগ্য হলে প্রথমে নাগরিকত্বের প্রমাণপত্রের জন্য আবেদন করতে হবে, এরপর কানাডিয়ান পাসপোর্টের জন্য আবেদন করা যাবে।
নতুন আইন কার্যকর হওয়ার ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আরো সহজ হয়েছে। বিশেষ করে যারা আগে নাগরিকত্বের বাইরে ছিলেন, তাদের জন্য এটি বড় সুযোগ। বাবা-মা ছাড়াও দাদা-দাদি বা নানা-নানির মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় অনেক পরিবার এখন কানাডার সঙ্গে পুনরায় যুক্ত হতে পারবে।
logo-1-1740906910.png)