Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আশ্রয়প্রার্থীর ঢল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১০

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আশ্রয়প্রার্থীর ঢল

ক্যারিবীয় ছোট দ্বীপরাষ্ট্র ডোমিনিকা ও অ্যান্টিগুয়া সাম্প্রতিক সময়ে আশ্রয়প্রার্থীর চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে। আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকা থেকে আসা অভিবাসীরা ক্রমবর্ধমান হারে এই দ্বীপগুলোতে পৌঁছাচ্ছেন। অনেকেই এগুলোকে উত্তর আমেরিকা বা ইউরোপে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছেন।  

ডোমিনিকা ও অ্যান্টিগুয়ার জনসংখ্যা ও অর্থনীতি ছোট হওয়ায় আশ্রয়প্রার্থীদের জন্য আবাসন, স্বাস্থ্যসেবা ও আইনি প্রক্রিয়া চালানো কঠিন হয়ে পড়েছে। পর্যটন ও অফশোর সার্ভিস নির্ভর অর্থনীতিতে হঠাৎ করে অভিবাসনের চাপ বড় ধরনের সংকট তৈরি করছে।  

কর্তৃপক্ষের আশঙ্কা, মানব পাচারকারী চক্রগুলো এই দ্বীপগুলোকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করছে। অনেক আশ্রয়প্রার্থী যথাযথ কাগজপত্র ছাড়াই পৌঁছাচ্ছেন, ফলে আইনি প্রক্রিয়া জটিল হয়ে উঠছে। সীমিত আটক কেন্দ্রগুলোতে ভিড় বাড়ায় মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কাও দেখা দিয়েছে।  

ডোমিনিকা কঠোর প্রবেশ নীতি বিবেচনা করছে এবং আন্তর্জাতিক সহায়তা চাইছে। অ্যান্টিগুয়া আঞ্চলিক সংহতির আহ্বান জানিয়েছে, বলছে এই সংকট মোকাবিলায় বড় অর্থনীতির দেশগুলোর সহায়তা প্রয়োজন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) ক্যারিবীয় অঞ্চলে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।  

বিশ্লেষকরা বলছেন, ক্যারিবীয় অঞ্চল এখন মধ্য আমেরিকার মতোই একটি নতুন অভিবাসন করিডরে পরিণত হচ্ছে। প্রতিবেশী দেশ ট্রিনিদাদ ও টোবাগো এবং বার্বাডোজেওও অনিয়মিত অভিবাসীর সংখ্যা বাড়ছে। 

Logo