Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের পোস্টে উদ্বেগে বাংলাদেশি কমিউনিটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪১

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের পোস্টে উদ্বেগে বাংলাদেশি কমিউনিটি

যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে ধরপাকড়ের মধ্যে বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায়, যেখানে বাংলাদেশি অভিবাসীদের ঘনবসতি, সেখানে এখন উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে।  

সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন। সেখানে বিভিন্ন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সুবিধা নিচ্ছেন তা দেখানো হয়। তালিকায় দেখা যায়, বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে ৫৪ শতাংশের বেশি সরকারি সহায়তা পাচ্ছে, যা তাদের ১৯তম অবস্থানে রেখেছে।  

ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিবাসীদের যুক্তরাষ্ট্রের জন্য "বোঝা" বলে আসছেন। তিনি সরকারি সুযোগ-সুবিধা কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে অভিবাসীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে যে, তাদের সুবিধা সীমিত বা বাতিল হতে পারে।  

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যারা বৈধভাবে থাকছেন তাদের ভয়ের কিছু নেই। তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা অবৈধভাবে সরকারি সুবিধা নিয়ে থাকেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি গ্রিন কার্ডও বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।  

ট্রাম্প ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যের জন্য ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। এর ফলে এসব অঙ্গরাজ্যে চাইল্ড কেয়ার ও সামাজিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Logo