Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ভেনেজুয়েলা চালাবে মার্কিনিরা: ডোনাল্ড ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪০

ভেনেজুয়েলা চালাবে মার্কিনিরা: ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নেওয়া হয়েছে নিউ ইয়র্কে। রাখা হয়েছে জেলে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মাদুরোর বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। তাতে মাদুরোর হাতে কড়া লাগানো দেখা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার নেতৃত্ব বদল না হওয়া পর্যন্ত দেশটি চালাবে আমেরিকা। দেশটির তেল শোধনাগারসহ নানা অবকাঠামোর ঠিকঠাক করে নেবে তারা। 

এদিকে, মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে নেওয়ার পর দেশটির দায়িত্ব নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। তাকে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন দেশটির আদালত। দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্টকে কড়া বার্তা দিয়েছেন ডেলসি। একই সাথে মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দাবি করেছেন তিনি। 

এদিকে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক স্থাপনাসহ একাধিক স্থানে প্রায় একই সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমানঘাঁটি এবং ফুয়ের্তে তিউনার প্রধান সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শহরের ওপর দিয়ে বিমান উড়ে যাওয়ার খবরও পাওয়া গেছে, যদিও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।  

এই ঘটনার পরপরই ভেনেজুয়েলা সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে “অত্যন্ত গুরুতর আগ্রাসন” হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।  

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন। শনিবার ভোরে কারাকাসে বিস্ফোরণ ও বিমান হামলার খবর সম্পর্কে ট্রাম্প প্রশাসনও অবগত রয়েছে।  

ক্যারিবীয় অঞ্চলে মাদকবাহী নৌযানগুলোর ওপর ওয়াশিংটনের সামরিক অভিযান চলমান থাকায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আগেই তীব্র ছিল। এর মধ্যেই নতুন হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।  

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত। অন্যদিকে ভেনেজুয়েলা সরকার দাবি করছে, মাদুরোকে ক্ষমতা থেকে সরানো এবং দেশের বিশাল তেলের মজুত নিয়ন্ত্রণ করতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিচ্ছে।

Logo