যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড, এইচ‑১বি ও ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮
যুক্তরাষ্ট্রে ২০২৫ সালে ভিসা-সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মগুলো প্রভাব ফেলবে গ্রিন কার্ডধারী, এইচ‑১বি ভিসাধারী পেশাজীবী এবং সাধারণ ভ্রমণকারীদের ওপর। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, এসব পরিবর্তন ভিসা প্রক্রিয়া আরো স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চালু করা হয়েছে।
গ্রিন কার্ডধারীদের জন্য নতুন নিয়ম:
- গ্রিন কার্ডধারীদের জন্য ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু হয়েছে। এতে আবাসন ও ভ্রমণ তথ্য অনলাইনে দেখা যাবে।
- দীর্ঘ সময় বিদেশে অবস্থান করলে গ্রিন কার্ড বাতিল হওয়ার ঝুঁকি বাড়বে।
এইচ‑১বি ভিসা আপডেট:
- লটারি নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আবেদনকারীদের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন অ্যালগরিদম ব্যবহার করা হবে।
- চাকরি পরিবর্তনের সময় ভিসা ট্রান্সফার প্রক্রিয়া দ্রুত হবে।
- সব আবেদন এখন থেকে USCIS-এর অনলাইন সিস্টেমে জমা দিতে হবে।
পরিবারভিত্তিক আবেদন:
- পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া দ্রুত করার জন্য নতুন টাইমলাইন নির্ধারণ করা হয়েছে।
- প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দেওয়ার সুযোগ বাড়ানো হয়েছে।
ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম:
- যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বায়োমেট্রিক যাচাই আরো কঠোর করা হয়েছে।
- ভিসার মেয়াদ ও অবস্থা অনলাইনে যাচাই করা যাবে।
- ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত নিরাপত্তা যাচাই প্রক্রিয়া চালু হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা আধুনিকায়ন করবে। একই সঙ্গে বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে। তবে কঠোর কমপ্লায়েন্স নিয়মের কারণে গ্রিন কার্ডধারীদের দীর্ঘ সময় বিদেশে অবস্থান এড়িয়ে চলতে হবে।
logo-1-1740906910.png)