Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ভিসা বাতিল আতঙ্কে ঘোরাঘুরি বাদ দিচ্ছেন প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫

যুক্তরাষ্ট্রে ভিসা বাতিল আতঙ্কে ঘোরাঘুরি বাদ দিচ্ছেন প্রবাসীরা

যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্তৃপক্ষের নজর এড়াতে অনেক অভিবাসী তাদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় ৩২ শতাংশ এইচ‑১বি ভিসাধারী ভ্রমণ থেকে বিরত থেকেছেন। একইভাবে মোট অভিবাসীদের মধ্যে প্রায় ২৭ শতাংশ দেশীয় বা আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে গেছেন।

কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন (KFF) এবং নিউ ইয়র্ক টাইমস যৌথভাবে পরিচালিত ২০২৫ সালের অভিবাসী জরিপে উঠে এসেছে—

- অবৈধ অভিবাসীদের মধ্যে ভয় সবচেয়ে বেশি: ৬৩ শতাংশ জানিয়েছেন তারা কোনো ভ্রমণ করেননি।

- আইনসম্মত ভিসাধারীদের মধ্যে সতর্কতা: ৩২ শতাংশ এইচ‑১বি ভিসাধারী ভ্রমণ এড়িয়ে গেছেন।

- প্রাকৃতিকভাবে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ শতাংশ একই সিদ্ধান্ত নিয়েছেন।

জরিপে বলা হয়েছে, অভিবাসীরা মূলত কম প্রোফাইলে থাকতে চান। সম্প্রতি জানা গেছে, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (TSA) অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী তালিকা অভিবাসন কর্তৃপক্ষ আইসিইর সঙ্গে ভাগাভাগি করছে। অতীতে এ ধরনের তথ্য শেয়ার করা হয়নি।

এইচ‑১বি ভিসাধারীদের ওপর প্রভাব

- জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রিমোট ও তৃতীয় দেশে ভিসা নবায়ন বন্ধ করে দেয়।

- সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এইচ‑১বি আবেদনকারীদের জন্য ১ লাখ ডলার ফি আরোপ করেন।

- ডিসেম্বরে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম পর্যালোচনা শুরু হয়।

এই পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ও দূতাবাসগুলোকে চাপে ফেলে। বিশেষ করে ভারতে অনেক সাক্ষাৎকার পিছিয়ে দেওয়া হয়। ডিসেম্বর ২০২৫-এর নির্ধারিত সাক্ষাৎকার অক্টোবর ২০২৬ বা ২০২৭ পর্যন্ত স্থগিত হয়েছে। ফলে শত শত পেশাজীবী নিজ দেশে আটকে পড়েছেন, চাকরি ও পরিবারে ফিরতে পারছেন না।

ভ্রমণ এড়িয়ে চলার প্রবণতা বাড়লেও জরিপে দেখা গেছে, অধিকাংশ অভিবাসী সুযোগ পেলে আবারো যুক্তরাষ্ট্রে আসতে চাইবেন। তারা দেশটিকে এখনো সম্ভাবনার জায়গা হিসেবে দেখেন।

এই জাতীয় জরিপে যুক্তরাষ্ট্রে বসবাসরত ১ হাজার ৮০৫ জন অভিবাসী প্রাপ্তবয়স্ক অংশ নিয়েছেন।

Logo