যুক্তরাষ্ট্রে বায়োমেট্রিক এন্ট্রি-এক্সিট নিয়ম কার্যকর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৫
যুক্তরাষ্ট্রে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে অ-আমেরিকান নাগরিকদের, যার মধ্যে গ্রিন কার্ডধারীরাও অন্তর্ভুক্ত, দেশটিতে প্রবেশ ও প্রস্থানকালে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদে এ তথ্য জানা যায়।
কী কী পরিবর্তন আসছে:
ছবি তোলা বাধ্যতামূলক: বিমানবন্দর, স্থল সীমান্ত ও সমুদ্রবন্দর সব জায়গায় প্রবেশ ও প্রস্থানকালে US Customs and Border Protection কর্মকর্তারা ছবি তুলবেন।
কারা অন্তর্ভুক্ত: সব অ-আমেরিকান নাগরিক, গ্রিন কার্ডধারীসহ। শিশু (১৪ বছরের নিচে) ও প্রবীণ (৭৯ বছরের বেশি) ব্যক্তিরাও এই নিয়মের আওতায় থাকবেন।
আগে কী ছিল: এর আগে যুক্তরাষ্ট্রে বায়োমেট্রিক সংগ্রহ সীমিত আকারে কিছু পাইলট প্রোগ্রামে চালু ছিল। এবার তা বাধ্যতামূলক করা হলো।
নতুন নিয়মের লক্ষ্য
জাতীয় নিরাপত্তা জোরদার করা
ভিসা ও ভ্রমণ জালিয়াতি কমানো
অভিবাসন প্রবণতা আরো কার্যকরভাবে ট্র্যাক করা
এই নিয়ম কার্যকর হওয়ার ফলে বিদেশি ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়া আরো কঠোর হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অভিবাসন নিয়ন্ত্রণে সহায়ক হলেও ভ্রমণকারীদের জন্য কিছুটা সময়সাপেক্ষ হতে পারে।
logo-1-1740906910.png)