কানাডার ক্যালগেরিতে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯
কানাডার ক্যালগেরি ও আলবার্টার আশপাশের শহরগুলোতে ভয়াবহ শীত ও তুষারপাত জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। গত ২৪ তারিখ থেকে শুরু হওয়া ঠান্ডা আবহাওয়া একটানা চলছে, তাপমাত্রা নেমে গেছে মাইনাস ২৩ থেকে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আবহাওয়া সূত্রে জানা গেছে, এই তীব্র ঠান্ডা ২৮ ডিসেম্বর থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে এরই মধ্যে ক্যালগেরি পুলিশ জানিয়েছে, পিচ্ছিল রাস্তা ও প্রচণ্ড ঠান্ডার কারণে বিভিন্ন স্থানে দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
শীতের প্রভাবে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। টরেন্টোর পিয়ারসন বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ও অবতরণ করা প্রায় ৬৬৮টি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বিলম্বের সময় ছিল চার থেকে ছয় ঘণ্টা। কানাডার প্রধান দুই এয়ারলাইন্স এয়ার কানাডা এবং ওয়েস্টজেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রায় ৪০ শতাংশ শিডিউল ব্যাহত হয়েছে।
ক্যালগেরিতে ঘন বরফের আস্তরণে সড়কগুলো ঢেকে গেছে। পিচ্ছিল সড়কে যানবাহন খুব ধীর গতিতে চলছে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। ভয়াবহ ঠান্ডা ও বরফাচ্ছন্ন পরিস্থিতিতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
গণপরিবহনেও তীব্র প্রভাব পড়েছে। বাসগুলো নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বাইরে বের হচ্ছেন না।
সিটি অব ক্যালগেরি এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ বুলেটিনে সতর্কতা জারি করেছে। নাগরিকদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং শীত মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এই ভয়াবহ ঠান্ডা পরিস্থিতি ক্যালগেরি ও আশপাশের অঞ্চলে জনজীবনকে স্থবির করে তুলেছে, যা আগামী কয়েক দিনেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
logo-1-1740906910.png)