যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আটক রাখা হবে গুদাম ঘরে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:০৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসী আটক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। ওয়াশিংটন পোস্ট এর হাতে আসা এক খসড়া প্রস্তাবনায় বলা হয়েছে, বিশাল শিল্প গুদাম সংস্কার করে একসঙ্গে প্রায় ৮০ হাজার অভিবাসীকে আটক রাখার পরিকল্পনা করা হয়েছে।
বর্তমানে আটককৃত অভিবাসীদের দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়, যেখানে জায়গা পাওয়া যায়। তবে নতুন পরিকল্পনায় আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) একটি সুশৃঙ্খল ‘ফিডার সিস্টেম’ তৈরি করতে চায়। এর মাধ্যমে দ্রুত দেশান্তর (ডিপোর্টেশন) নিশ্চিত করা হবে।
গুদামভিত্তিক আটক ব্যবস্থা প্রস্তাবনায় যা বলা হয়েছে
নতুন গ্রেপ্তার হওয়া অভিবাসীদের প্রথমে কয়েক সপ্তাহের জন্য প্রসেসিং সাইটে রাখা হবে। এরপর তাদের সাতটি বিশাল গুদামের একটিতে পাঠানো হবে। প্রতিটি গুদামে ৫ হাজার থেকে ১০ হাজার মানুষ রাখার ক্ষমতা থাকবে। সেখান থেকেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।
এই গুদামগুলো স্থাপন করা হবে যুক্তরাষ্ট্রের প্রধান লজিস্টিক হাবগুলোর কাছাকাছি—
ভার্জিনিয়া
টেক্সাস
লুইজিয়ানা
অ্যারিজোনা
জর্জিয়া
মিসৌরি
এছাড়া আরো ১৬টি ছোট গুদাম তৈরি করা হবে। প্রতিটিতে প্রায় ১ হাজার ৫০০ জন অভিবাসী রাখার ব্যবস্থা থাকবে।
logo-1-1740906910.png)