যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে ভারী তুষারপাত হতে যাচ্ছে। এটি গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি হতে পারে। দক্ষিণ কানেকটিকাট, উত্তর নিউ জার্সি ও দক্ষিণ-পূর্ব নিউ ইয়র্কে তুষারপাতের মাত্রা ৫ থেকে ৭ ইঞ্চি পর্যন্ত হতে পারে। স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে তুষারপাত শুরু হয়ে রাতের দিকে তীব্রতর হবে এবং শনিবার সকাল পর্যন্ত চলবে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সবচেয়ে ভারী তুষারপাত হবে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত। যদি নিউ ইয়র্ক সিটিতে তুষারপাত ৪ ইঞ্চির বেশি হয়, তবে তা হবে ২০২২ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। সে বছর সেন্ট্রাল পার্কে তুষারপাত হয়েছিল ৮ ইঞ্চির বেশি।
এদিকে বড়দিনের রাতে ভারী বৃষ্টির কারণে ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ঝোড়ো বৃষ্টি শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রাখা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ২৪ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। ২৫ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত অঙ্গরাজ্যজুড়ে প্রায় ১ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।
logo-1-1740906910.png)