কানাডায় হোম কেয়ার কর্মীদের স্থায়ী আবেদনের আর সুযোগ নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩
কানাডা সরকার ঘোষণা করেছে, চেঞ্জ হোম কেয়ার ওয়ার্কার পাইলট প্রোগ্রাম ২০২৬ সালে আর চালু হবে না। এই প্রোগ্রামটি মূলত দেশের হোম কেয়ার কর্মীদের নিয়োগ ও স্থায়ী বসবাসের সুবিধা দেওয়ার জন্য চালু করা হয়েছিল।
প্রোগ্রামটি ২০২৫ সালে শুরু হয়েছিল এবং এতে অংশগ্রহণকারী কর্মীরা কিছু শর্ত পূরণ করলে কানাডায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারতেন। তবে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, এই পাইলট প্রোগ্রাম পুনরায় চালু করা হবে না।
ইমিগ্রেশন, শরণার্থী ও নাগরিকত্ব দপ্তর (IRCC) জানিয়েছে, যারা ইতোমধ্যেই প্রোগ্রামে আবেদন করেছেন, তাদের জন্য বিদ্যমান সুবিধা অব্যাহত থাকবে, তবে নতুন আবেদন গ্রহণ করা হবে না।
আইআরসিসির একজন কর্মকর্তা বলেছেন, প্রোগ্রামটি বন্ধ করার ফলে সরকারের লক্ষ্য হচ্ছে বিভিন্ন নতুন উদ্যোগ ও ভিসা পাথের মাধ্যমে হোম কেয়ার খাতে দক্ষ কর্মী নিয়ে আসা। নতুন পদ্ধতিতে আরো সুশৃঙ্খল ও স্থায়ী প্রক্রিয়া থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রবাসী ও আগ্রহী কর্মীদের জন্য পরামর্শ, যারা হোম কেয়ার ওয়ার্কার হিসেবে কানাডায় কাজ করতে চান, তারা নতুন প্রোগ্রাম ও ভিসা নিয়মাবলি অনুসরণ করুন এবং সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।
logo-1-1740906910.png)