Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ক্যালিফোর্নিয়ায় অভিবাসী স্বাস্থ্যসেবায় কাটছাঁট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪

ক্যালিফোর্নিয়ায় অভিবাসী স্বাস্থ্যসেবায় কাটছাঁট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মিলি-ক্যালে (Medi-Cal) প্রোগ্রামে আগামী ১ জানুয়ারি থেকে কিছু অভিবাসী প্রাপ্তবয়স্কদের নাম নিবন্ধন বন্ধ করা হবে। যা যারা যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে বসবাস করছেন, তারা আর সরকারি সহায়তায় স্বাস্থ্যসেবা পাবে না। ইতোমধ্যে যারা প্রোগ্রামে আছেন, তাদের জন্য ২০২৭ সালের মাঝামাঝি থেকে মাসিক ৩০ ডলারের প্রিমিয়াম দিতে হবে স্বাস্থ্যসেবা বজায় রাখতে। ওয়ারস্ট্রিট জার্নাল এ সংবাদ প্রকাশ করেছে।

গত দুই মাস ধরে অলাভজনক সংস্থার কর্মীরা দক্ষিণ লস অ্যাঞ্জেলেসের রাস্তায় গিয়ে অনিয়মিত অভিবাসীদের মিলি-ক্যালে প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। লক্ষ্য, বছরের শেষের মধ্যে যত বেশি মানুষ যোগ করতে পারা যায়, করা।

ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম ২০২২ সালে স্বাস্থ্যসেবার বিস্তৃতি নিয়ে বলেছিলেন, এটি জনগণের স্বার্থে জরুরি এবং জরুরি কক্ষের ব্যয় কমাতে সহায়ক হবে। তবে মিলি-ক্যালে অসংখ্য অভিবাসী যোগ হওয়ায় খরচ বেড়ে বর্তমানে প্রায় ১২.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর ফলে রাজ্যের বাজেটে ঘাটতি তৈরি হয়েছে।

মিলি-ক্যালে হলো একটি কম আয়ের স্বাস্থ্যসেবা প্রোগ্রাম, যা মূলত ফেডারেল ও রাজ্য সরকার মিলে অর্থায়ন করে। যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে থাকা প্রাপ্তবয়স্কদের জন্য ফেডারেল সরকার এই খরচ বহন করে না। তাই ক্যালিফোর্নিয়ার রাজ্য সরকারই এর ব্যয় বহন করেছে।

নিউসমের মুখপাত্র মারিসা সালদিবার বলেন, “গভর্নর ও আইনসভা একটি অর্থনৈতিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছেন, যা মিলি-ক্যালে প্রোগ্রামের স্থায়িত্ব নিশ্চিত করবে।” রাজ্যের হিসাব অনুযায়ী, নতুন নিয়ম প্রায় এক মিলিয়ন অভিবাসীকে প্রোগ্রামের বাইরে সরিয়ে ১০.৬ বিলিয়ন ডলার সঞ্চয় করবে ২০৩০ সালের মধ্যে।

স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা বলছেন, এই সংক্ষিপ্তকরণ দীর্ঘমেয়াদে স্বাস্থ্য সমস্যাকে বাড়াবে। যেমন, সংক্রামক রোগের বিস্তার, দীর্ঘমেয়াদি অসুস্থতা এবং কর্মশক্তি ক্ষতিগ্রস্ত হওয়া। দক্ষিণ লস অ্যাঞ্জেলেসের স্ট. জন কমিউনিটি হেলথ সেন্টারের সভাপতি জিম মাঙ্গিয়া বলেন, “মিলি-ক্যালে বিস্তৃত হওয়ার ফলে রোগীদের জরুরি কক্ষে কম যাতায়াত করতে হয়েছে এবং দীর্ঘমেয়াদি রোগের ব্যবস্থাপনা উন্নত হয়েছে।”

লস অ্যাঞ্জেলেস মেয়র কারেন ব্যাস ও বিভিন্ন অলাভজনক সংস্থা অভিবাসীদের অবিলম্বে নাম নিবন্ধনের জন্য প্রচারণা চালাচ্ছেন। মেয়র ব্যাস বলেন, “মিলি-ক্যালে দরিদ্রদের জন্য জীবনরক্ষাকারী। স্বাস্থ্য সুরক্ষার অভাবে গৃহহীনতার সমস্যা আরো বাড়বে।”

Logo