নতুন অভিবাসন নীতির ফলে কানাডার জনসংখ্যা কমছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৫০
কানাডার জনসংখ্যা ২০২৫ সালের জুলাই থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত ৭৬ হাজার ৬৮ জন কমেছে। দেশের পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, এটি মূলত ইমিগ্রেশনের সীমাবদ্ধতার কারণে ঘটেছে। বিশেষ করে অস্থায়ী অধিবাসী বা নন-পার্মানেন্ট রেসিডেন্টের সংখ্যা কমার ফলে এই পতন দেখা দিয়েছে। এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।
কানাডা সরকারের লক্ষ্য, ২০২৭ সালের মধ্যে অস্থায়ী অধিবাসীদের সংখ্যা মোট জনসংখ্যার ৫% পর্যন্ত সীমাবদ্ধ রাখা। এটি দেশের জনসংখ্যা বৃদ্ধিকে আরো স্থিতিশীল করার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। ২০২২ সালে দেশে এক মিলিয়নেরও বেশি মানুষের জনসংখ্যা বৃদ্ধি ঘটে, যা তখন শ্রমশক্তির ঘাটতি পূরণ এবং ইমিগ্রেশন বৃদ্ধির ফল ছিল।
কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শাম্পেন বলেন, "আমাদের ইমিগ্রেশনের স্তরকে আরো টেকসই পর্যায়ে আনা প্রয়োজন। আমরা আমাদের সিস্টেমের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাই এবং দেখতে চাই আমরা কতজন মানুষকে গ্রহণ করতে পারি এবং কতজন মানুষ আসতে চায়।"
ব্যাংক অব মন্ট্রিয়ালের অর্থনীতিবিদ রবার্ট কাভসিক বলেন, "এটি ইতিহাসে দ্বিতীয়বারের মতো সবচেয়ে বড় কোয়ার্টার ভিত্তিক জনসংখ্যা হ্রাস। এটি কানাডার বড় অর্থনৈতিক পরিবর্তনের গল্পের অংশ।"
প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশে বছরে আধা মিলিয়ন ইমিগ্র্যান্ট গ্রহণের পরিকল্পনা করেছিলেন। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যা বৃদ্ধির প্রায় ৯৭ শতাংশ ইমিগ্রেশন থেকে এসেছে। তবে নতুন আগতদের সংখ্যা বাড়ার ফলে বাড়ি ভাড়া ও সামাজিক সেবায় চাপ বেড়েছে এবং তরুণদের বেকারত্ব বৃদ্ধি পেয়েছে।
বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কারনি এই নীতির ধারাবাহিকতা বজায় রেখেছেন। সরকার ২০২৬ সালে নতুন অস্থায়ী অধিবাসীদের লক্ষ্য ৩ লাখ ৮৫ হাজার এবং ২০২৭ ও ২০২৮ সালে ৩ লাখ ৭০ হাজার জনে সীমাবদ্ধ করার পরিকল্পনা করছে।
পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর ২০২৫ সালে কানাডায় ২.৮ মিলিয়নের বেশি অস্থায়ী অধিবাসী ছিলেন, যা মোট জনসংখ্যার ৬.৮%। প্রদেশগুলোর মধ্যে অন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়ায় সবচেয়ে বেশি জনসংখ্যা কমেছে, তবে আলবার্টা ও নুনাভুটের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে কানাডা জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি ইমিগ্রেশনের চাপ কমাতে চাচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি অর্থনীতি, শ্রমশক্তি এবং শিক্ষার্থীদের ওপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে।
logo-1-1740906910.png)