Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

আমেরিকায় বার্থ ট্যুরিজম ঠেকাতে কঠোর অবস্থান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০

আমেরিকায় বার্থ ট্যুরিজম ঠেকাতে কঠোর অবস্থান

মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগকে কেন্দ্র করে “বার্থ ট্যুরিজম” আটকানোর উদ্যোগ নিয়েছে মার্কিন দূতাবাস। জন্মসূত্রে নাগরিকত্বের সুবিধা নিতে গিয়ে কেউ যদি আমেরিকায় জন্ম দেওয়ার পরিকল্পনা করে, তা ধরা পড়লে তার ভিসা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মার্কিন আইন অনুযায়ী, কেউ যদি আমেরিকায় জন্মায়, তাৎক্ষণিকভাবে সে মার্কিন নাগরিক হয়ে যায়। এতে কোনো আবেদন বা ফি লাগে না। তবে এই সুযোগের ফাঁকফোকর ব্যবহার করে অনেক অন্তঃসত্ত্বা পর্যটক জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে আমেরিকা সফর করেন।

মার্কিন দূতাবাস এক্স-পোস্টে জানিয়েছে, “যদি আমরা বুঝি আপনার মূল উদ্দেশ্য সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেওয়া, তা হলে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে না।” ইতোমধ্যেই অনেক ভারতীয় নাগরিকের ভিসা আবেদন পুনঃপরীক্ষার মধ্যে রয়েছে।

এদিকে, জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত নীতি পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবিধান সংশোধনের মাধ্যমে ১২৫ বছরের পুরনো নিয়ম বাতিল করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এইচ-১বি ও এইচ-৪ ভিসা আবেদনকারীদের সতর্ক যাচাই-বাছাই বাড়ানো হয়েছে। এবার তাদের সোশ্যাল মিডিয়া পোস্টও খতিয়ে দেখা হবে, পাশাপাশি নথিপত্র যাচাই করা হবে।

দূতাবাস জানিয়েছে, “আমরা নিশ্চিত করতে চাই, আবেদনকারী ভিসার শর্ত অনুযায়ী আমেরিকায় কাজ বা ঘুরবেন। নিরাপত্তা ঝুঁকি থাকলে ব্যবস্থা নেওয়া হবে”। এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন সরকার জন্মসূত্রে নাগরিকত্বের অপব্যবহার রোধ এবং ভিসা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে চায়।

Logo