Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ও এইচ-৪ ভিসা সাক্ষাৎকারে নতুন অনিশ্চয়তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ও এইচ-৪ ভিসা সাক্ষাৎকারে নতুন অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রে কাজের উদ্দেশ্যে ভিসা নিতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য আসছে নতুন অনিশ্চয়তা। ডিসেম্বর ২০২৫-এ নির্ধারিত বহু এইচ-১বি ও এইচ-৪ ভিসা সাক্ষাৎকার হঠাৎ বাতিল হয়ে ২০২৬ সালের মার্চ মাসে সরিয়ে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই করা হবে, যার ফলে প্রতিদিন সাক্ষাৎকারের সংখ্যা কমে যাচ্ছে।  

১৫ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যালোচনা করবেন। আবেদনকারী ও তাদের নির্ভরশীলদের অ্যাকাউন্ট পাবলিক করতে হবে, যাতে ব্যাকগ্রাউন্ড চেক করা যায়। এই প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় কনস্যুলেটগুলো প্রতিদিন কম সংখ্যক সক্ষাৎকার নিতে পারছে। ফলে ডিসেম্বরের অনেক সাক্ষাৎকার বাতিল হয়ে মার্চে পুনঃনির্ধারণ করা হয়েছে।   

যারা বায়োমেট্রিকস জমা দেবেন, তাদের নির্ধারিত তারিখে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। তবে সাক্ষাৎকার কয়েক মাস পরে অনুষ্ঠিত হবে।  

এটি একমাত্র পরিবর্তন নয়। ২০২৫ সালের শুরুতে যুক্তরাষ্ট্র সরকার এইচ-১বি ভিসার জন্য কয়েকটি আধুনিকায়ন নিয়ম চালু করেছে। এর মধ্যে রয়েছে—  

- Speciality occupation এর সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ  

- ডিগ্রির প্রাসঙ্গিকতা আরো কঠোর করা  

- নিয়োগকর্তাদের জন্য বাড়তি কমপ্লায়েন্স শর্ত  

এছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে নতুন এইচ-১বি পিটিশনের জন্য এককালীন ১ লাখ মার্কিন ডলার ফি ঘোষণা করা হয়। চলমান চাকরির নবায়ন আবেদন এ থেকে মুক্ত থাকলেও নতুন নিয়োগে কোম্পানিগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে।  

নতুন নিয়মে আবেদনকারীদের জন্য অপেক্ষার সময় বেড়ে যাচ্ছে এবং যাচাই আরো কঠোর হচ্ছে। বিশেষ করে ভারতের আইটি খাতের নিয়োগকর্তারা অনসাইট নিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করছেন। উচ্চ ফি ও কঠোর সংজ্ঞা নতুন কর্মী আনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।  

যাদের ডিসেম্বর মাসে সাক্ষাৎকার নির্ধারিত ছিল, তাদের নিয়মিত ইমেইল চেক করতে হবে। অনেক সম্ভাবনা রয়েছে যে সাক্ষাৎকার মার্চ ২০২৬-এ সরিয়ে দেওয়া হবে। আগেভাগে প্রস্তুতি নেওয়া এবং USCIS ও কনস্যুলেটের আপডেট নিয়মিত অনুসরণ করাই এখন সবচেয়ে জরুরি।

Logo