২০২৬ বিশ্বকাপের টিকিট থাকলেই কি যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২১
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি প্রকাশের পর বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে মাঠে বসে খেলা দেখার জন্য টিকিট কেনার সুযোগ এখনো রয়েছে।
ফিফা টিকিট পাওয়ার জন্য কয়েকটি ধাপ নির্ধারণ করেছে:
১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে। ফিফার ওয়েবসাইটে ‘ফিফা আইডি’তে সাইন আপ করে নির্দিষ্ট ম্যাচের জন্য আবেদন করতে হবে। ফেব্রুয়ারিতে লটারির ফলাফল প্রকাশ হবে।
লটারির পর অবশিষ্ট টিকিট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি হবে। ফিফার নিজস্ব প্ল্যাটফর্ম ছাড়াও স্টাবহাবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাবে। তবে দাম সাধারণত মূল দামের চেয়ে বেশি। ম্যাচ টিকিটসহ বিশেষ প্যাকেজ আগে থেকেই কেনা যাচ্ছে, তবে দাম অনেক বেশি।
ফিফা এবার প্রথমবার ‘ভ্যারিয়েবল প্রাইসিং’ বা ডায়নামিক প্রাইসিং চালু করেছে। জনপ্রিয় দল যেমন আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচের টিকিটের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
প্রতি ম্যাচে সর্বোচ্চ ৪টি টিকিট এবং পুরো টুর্নামেন্টে প্রতি পরিবারে সর্বোচ্চ ৪০টি টিকিট কেনা যাবে।
টিকিট থাকলেই কি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে? এককথায় উত্তর- না। টিকিট থাকা মানেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নয়।
- ভিসার জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।
- যুক্তরাষ্ট্র সরকার ও ফিফা ‘ফিফা পাস’ নামে একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যা টিকিটধারীদের দ্রুততর ভিসা সাক্ষাৎকারের সুযোগ দেবে।
- তবে ভিসা যাচাই প্রক্রিয়া সবার জন্য একই থাকবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, “আপনার টিকিট ভিসা নয়। এটি যুক্তরাষ্ট্রে প্রবেশের গ্যারান্টি দেয় না। এটি কেবল দ্রুততর অ্যাপয়েন্টমেন্টের সুযোগ দেয়।”
২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ এখনো রয়েছে, তবে ভিসা প্রক্রিয়া আলাদাভাবে সম্পন্ন করতে হবে। অর্থাৎ, টিকিট থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা নেই। দর্শকদের এখনই প্রস্তুতি নিতে হবে, যাতে খেলা দেখার স্বপ্ন বাস্তবায়িত হয়।
logo-1-1740906910.png)