আলাস্কা-কানাডা সীমান্তে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭
মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন টেরিটরির সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ৬ ডিসেম্বর শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ২০:৪১ GMT-তে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS)।
ভূমিকম্পের পর পরই পাঁচ দশমিক এক থেকে তিন দশমিক তিন মাত্রা পর্যন্ত অন্তত ৩০টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যা তিন ঘণ্টার মধ্যে ঘটে।
USGS জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল
- হোয়াইটহর্স, ইউকন থেকে প্রায় ১৫৫ মাইল (২৪৮ কিলোমিটার) পশ্চিমে
- জুনো, আলাস্কা থেকে প্রায় ২৩০ মাইল উত্তর-পশ্চিমে
আলাস্কার ইয়াকুতাত এলাকায় ভূমিকম্প তীব্রভাবে অনুভূত হয়। সেখানকার পুলিশ প্রধান থিও কেপস জানান, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর নেই। তিনি বলেন, “ভূমিকম্পটি আশ্চর্যজনকভাবে দীর্ঘস্থায়ী ছিল, যা প্রায় ১৫ থেকে ২০ সেকেন্ড।”
এদিকে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা নিশ্চিত করেছে যে এই ভূমিকম্পে সুনামির কোনো ঝুঁকি নেই।
logo-1-1740906910.png)