কানাডা সরকার ১ ডিসেম্বর ২০২৫ থেকে বেশ কয়েকটি ইমিগ্রেশন আবেদন-সংক্রান্ত ফি বাড়িয়েছে। নতুন ফি কাঠামো প্রধানত অ্যাডমিসিবিলিটি (ভিসা অযোগ্যতা) সংক্রান্ত আবেদন এবং ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কানাডা (IEC) কর্মপারমিটের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে।
সরকার জানিয়েছে, যারা ১ ডিসেম্বর মধ্যরাতের আগে অনলাইনে আবেদন করে পুরোনো ফি পরিশোধ করেছেন, তাদের উপর এই পরিবর্তনের প্রভাব পড়বে না। তবে ডাকযোগে পাঠানো কাগজভিত্তিক আবেদনে দেরি হলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হতে পারে।
কানাডায় ফেরার অনুমতি ফি আগে ছিল ৪৭৯.৭৫ ডলার, বর্তমানে হয়েছে ৪৯২.৫০ ডলার। টেম্পোরারি রেসিডেন্ট পারমিট ছিল ২৩৯.৭৫ ডলার, যা বেড়ে হয়েছে ২৪৬.২৫ ডলার। ভিজিটর স্ট্যাটাস পুনঃস্থাপন ফি ২৩৯.৭৫ বেড়ে হয়েছে ২৪৬.২৫ ডলার।ওয়ার্কার স্ট্যাটাস পুনঃস্থাপন (নতুন পারমিট ছাড়া) ফি ও সমপরিমাণ বেড়েছে। তবে ওয়ার্কার স্ট্যাটাস পুনঃস্থাপন (নতুন পারমিটসহ) ৩৯৪.৭৫ সামান্য বেড়ে হয়েছে ৪০১.৭৫ ডলার। স্টুডেন্ট স্ট্যাটাস পুনঃস্থাপন (নতুন পারমিট ছাড়া) ২৩৯.৭৫ এর জায়গায় ২৪৬.২৫ এবং স্টুডেন্ট স্ট্যাটাস পুনঃস্থাপন (নতুন পারমিটসহ) ৩৮৯.৭৫ এর জায়গায় ৩৯৬.২৫ হয়েছে।
ARC: যাদের কানাডা ছাড়তে বলা হয়েছিল এবং পুনরায় প্রবেশ করতে অনুমতি প্রয়োজন।
টিআরপি (TRP): যারা কোনো কারণে কানাডায় অনুপযুক্ত (inadmissible) হলেও বিশেষ প্রয়োজনের কারণে অস্থায়ী প্রবেশ চান।
ক্রিমিনাল রিহ্যাবিলিটেশন: অপরাধের শাস্তি শেষ হওয়ার পর পাঁচ বছর পার হলে অতীত অপরাধ মুছে ফেলার জন্য আবেদন করা যায়।
স্ট্যাটাস রিস্টোরেশন: ভিজিটর, স্টুডেন্ট বা ওয়ার্কার হিসেবে থাকা অবস্থায় স্ট্যাটাস শেষ হয়ে গেলে তা পুনরায় সক্রিয় করার আবেদন।
২০২৫ সালের IEC পুল বন্ধ হয়ে গেছে। আগ্রহীরা ২০২৬ মৌসুমে পুল খুললে প্রোফাইল জমা দিতে পারবেন।
কাগজভিত্তিক আবেদন পাঠানো হয়ে থাকলে IRCC আপনাকে ফির পার্থক্য পরিশোধের নির্দেশ পাঠাবে। এ ক্ষেত্রে আপনাকে করতে হবে-
পুরোনো ও নতুন ফির পার্থক্য হিসাব করা
আইআরসিসির অনলাইন পেমেন্ট টুলে গিয়ে “Make an additional payment or pay other fees” অপশন থেকে অতিরিক্ত টাকা পরিশোধ করা
রসিদ (রিসিট) আইআরসিসির দেওয়া নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে
একাধিক ফি পার্থক্য একবারে বা আলাদা আলাদা লেনদেনে পরিশোধ করা যাবে।
logo-1-1740906910.png)