Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিটের মেয়াদ কমলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৮

শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিটের মেয়াদ কমলো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অন্যান্য অভিবাসীদের জন্য কাজের অনুমতির মেয়াদ কমিয়েছে। ৪ ডিসেম্বর ঘোষিত নতুন পদক্ষেপ অনুযায়ী, ওয়ার্ক পারমিটের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হয়েছে। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অভিবাসন নীতিতে কঠোরতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাত্র দুই দিন আগে ট্রাম্প প্রশাসন ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন আবেদন স্থগিত করেছিল।  

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারী এক আফগান নাগরিক সম্প্রতি দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যা করার অভিযোগে অভিযুক্ত হন। এই ঘটনার পরই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।  

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো বলেন, “কর্মসংস্থান অনুমতির সর্বোচ্চ বৈধতার সময়কাল কমানো নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্রে কাজের জন্য আসা ব্যক্তিরা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে না বা ক্ষতিকর মতাদর্শ প্রচার করবে না।” তিনি আরো বলেন, ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় স্পষ্ট হয়েছে যে বিদেশিদের নিয়মিত যাচাই প্রক্রিয়া চালানো জরুরি।  

ইউএসসিআইএস জানিয়েছে, নতুন নিয়ম শরণার্থী হিসেবে প্রবেশ করা অভিবাসী, আশ্রয়প্রাপ্ত অভিবাসী এবং যাদের বহিষ্কার স্থগিত রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।  

এর আগে গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসন ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন আবেদন স্থগিত করে। এসব দেশের নাগরিকরা ইতোমধ্যেই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। নতুন পদক্ষেপে তাদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব প্রক্রিয়াকরণও স্থগিত করা হয়েছে।

যে দেশগুলোর নাগরিকদের জন্য এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে, তার মধ্যে রয়েছে আফগানিস্তান, ইয়েমেন, হাইতি, ভেনেজুয়েলা, সুদান ও সোমালিয়া।  

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক পদক্ষেপগুলো অভিবাসন নীতিতে প্রশাসনের কঠোর অবস্থানকে আরো স্পষ্ট করেছে। শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় যুক্তরাষ্ট্রে তাদের জীবনযাত্রা আরো অনিশ্চিত হয়ে পড়বে।

Logo