কানাডা ২০২৬ সালে ৪ লাখ ৮ হাজার স্টাডি পারমিট দেবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬
কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) জানিয়েছে, ২০২৬ সালে মোট ৪ লাখ ৮ হাজার স্টাডি পারমিট দেওয়া হবে। এর মধ্যে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ১ লাখ ৫৫ হাজার এবং বর্তমান ও পুনরায় আসা শিক্ষার্থীদের জন্য ২ লাখ ৫৩ হাজার পারমিট থাকবে। এই সংখ্যা ২০২৫ সালের লক্ষ্যমাত্রার তুলনায় ৭ শতাংশ কম এবং ২০২৪ সালের তুলনায় ১৬ শতাংশ কম। ২০২৪ সালে লক্ষ্য ছিল ৪ লাখ ৮৫ হাজার পারমিট।
সরকার বলছে, কানাডা এখন স্থিতিশীলতার পর্যায়ে প্রবেশ করেছে। তাই জনসংখ্যা বৃদ্ধিকে আবাসন, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোর সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। এজন্য অস্থায়ী অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য হলো ২০২৭ সালের মধ্যে অস্থায়ী অভিবাসীর সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশের নিচে নামিয়ে আনা।
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সাল থেকে মাস্টার্স ও ডক্টরাল শিক্ষার্থীরা যারা পাবলিক ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন (DLI)-তে ভর্তি হয়েছেন, তাদের আর প্রাদেশিক বা আঞ্চলিক অ্যাটেস্টেশন লেটার (PAL/TAL) জমা দিতে হবে না। একই সুবিধা পাবেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা, কানাডা সরকারের অগ্রাধিকারভুক্ত কিছু বিশেষ গোষ্ঠী এবং যারা একই প্রতিষ্ঠানে একই স্তরে পড়াশোনার জন্য স্টাডি পারমিট নবায়ন করছেন।
২০২৬ সালের স্টাডি পারমিটের বরাদ্দ শিক্ষার্থী গোষ্ঠী অনুযায়ী ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৯ হাজার মাস্টার্স ও ডক্টরাল শিক্ষার্থী, ১ লাখ ১৫ হাজার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী, ৬৪ হাজার অন্যান্য PAL/TAL-মুক্ত আবেদনকারী এবং ১ লাখ ৮০ হাজার PAL/TAL-প্রয়োজনীয় আবেদনকারী।
PAL/TAL-প্রয়োজনীয় আবেদনকারীদের জন্য প্রদেশ ও অঞ্চলভিত্তিক বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্টারিও সর্বোচ্চ ৭০ হাজার ৭৪টি পারমিট পাবে। কুইবেকের বরাদ্দ ৩৯ হাজার ৪৭৪, ব্রিটিশ কলাম্বিয়া ২৪ হাজার ৭৮৬, আলবার্টা ২১ হাজার ৫৮২, ম্যানিটোবা ৬ হাজার ৫৩৪, সাসকাচুয়ান ৫ হাজার ৪৩৬, নোভা স্কশিয়া ৪ হাজার ৬৮০, নিউ ব্রান্সউইক ৩ হাজার ৭২৬, নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর ২ হাজার ৩৫৮, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ৭৭৪, ইউকন ও নর্থওয়েস্ট টেরিটরিজ ১৯৮ করে এবং নুনাভুত ১৮০।
IRCC জানিয়েছে, ২০২৬ সালে PAL/TAL-প্রয়োজনীয় শিক্ষার্থীদের জন্য মোট ৩ লাখ ৯ হাজার ৬৭০টি আবেদন গ্রহণ করা হবে। এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২০২৪-২০২৫ সালের অনুমোদনের হার অনুযায়ী। আবেদন গ্রহণের সংখ্যা প্রদেশভিত্তিক আলাদা করা হয়েছে। অন্টারিও সর্বোচ্চ ১ লাখ ৪ হাজার ৭৮০টি আবেদন গ্রহণ করবে। কুইবেক ৯৩ হাজার ৬৯, ব্রিটিশ কলাম্বিয়া ৩২ হাজার ৫৯৬, আলবার্টা ৩২ হাজার ২৭১, ম্যানিটোবা ১১ হাজার ১৯৬, সাসকাচুয়ান ১১ হাজার ৩৪৯, নোভা স্কশিয়া ৮ হাজার ৪৮০, নিউ ব্রান্সউইক ৮ হাজার ৪, নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর ৫ হাজার ৫০৭, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ১ হাজার ৩৭৬, ইউকন ২৫৭ এবং নর্থওয়েস্ট টেরিটরিজ ৭৮৫। নুনাভুতের জন্য কোনো আবেদন বরাদ্দ নেই।
logo-1-1740906910.png)