যুক্তরাষ্ট্রে শত শত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৪১
যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক শিকাগোতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানে আটক শত শত অনিবন্ধিত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন। ১২ নভেম্বর দেওয়া এই আদেশে বলা হয়েছে, যেসব অভিবাসী নিরাপত্তার জন্য হুমকি নন, তাদের অভিবাসন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া যাবে।
বার্তা সংস্থা বাসসের তথ্যমতে, ডিস্ট্রিক্ট জজ জেফরি কামিংস তার আদেশে উল্লেখ করেন, আটক অভিবাসীদের মধ্যে অনেককে কোনো সম্ভাব্য কারণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। তাই তাদের জামিনে মুক্তি দেওয়া হবে। শিকাগো ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের ১ হাজার ৫০০ ডলারের জামিনে মুক্তি দেওয়া যাবে। পাশাপাশি তাদের ওপর নজরদারির ব্যবস্থা থাকবে, যার মধ্যে ইলেকট্রনিক গোড়ালি ব্রেসলেট ব্যবহারের নির্দেশও রয়েছে।
শিকাগো অঞ্চলে ‘অপারেশন মিডওয়ে ব্লিটজ’ নামে অভিবাসন অভিযানের সময় হাজার হাজার অভিবাসী গ্রেফতার হয়। এদের মধ্যে অনেকেই ইতোমধ্যে নির্বাসিত হয়েছেন অথবা স্বেচ্ছায় দেশ ত্যাগে সম্মত হয়েছেন। তবে যারা এখনো আটক রয়েছেন, তাদের জন্য বিচারকের এই আদেশ নতুন আশার আলো হয়ে এসেছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বিচারকের এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে। এক্সে দেওয়া পোস্টে তারা বলেছে, এই সিদ্ধান্ত অভিবাসন আইন প্রয়োগে বাধা সৃষ্টি করবে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। তবে মানবাধিকার সংগঠনগুলো মনে করছে, এই আদেশ অভিবাসীদের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিকাগোতে দেওয়া এই আদেশ যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। একদিকে সরকার বলছে, এটি নিরাপত্তার জন্য হুমকি, অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, এটি ন্যায়বিচারের প্রতিফলন। অভিবাসন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে মুক্তি অভিবাসীদের জন্য সাময়িক স্বস্তি হলেও দীর্ঘমেয়াদে নীতিগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।
logo-1-1740906910.png)