বহিষ্কারের ভয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসী পরিবারগুলোর নতুন উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২৩:১৪
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি কঠোর হওয়ার কারণে অনেক অভিবাসী বাবা-মা আশঙ্কা করছেন, তারা হঠাৎ করে বহিষ্কারের মুখে পড়তে পারেন। এই পরিস্থিতিতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বেড়েছে। ফলে অনেক পরিবার এখন আগেভাগে guardianship plans তৈরি করছে।
এই পরিকল্পনায় বাবা-মা নির্দিষ্ট করে দিচ্ছেন, যদি তারা বহিষ্কৃত হন বা আটক হন, তাহলে তাদের সন্তানদের দায়িত্ব কে নেবে। এতে শিশুরা যেন হঠাৎ করে অনিশ্চয়তায় না পড়ে এবং তাদের শিক্ষা ও নিরাপত্তা বজায় থাকে।
আইনজীবীরা বলছেন, অভিভাবকত্ব পরিকল্পনা করা একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। এতে আদালতের অনুমোদন প্রয়োজন হতে পারে, তবে অনেক পরিবার স্থানীয় আইনজীবী বা সামাজিক সংগঠনের সহায়তায় নথি তৈরি করছে। বিশেষ করে যেসব পরিবারে বাবা-মা অনথিভুক্ত অভিবাসী, তাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
শিশুদের মানসিক চাপও বেড়েছে। অনেক শিশু ভয় পাচ্ছে, স্কুল থেকে ফিরে হয়তো বাবা-মাকে আর ঘরে পাবে না। অভিভাবকত্ব পরিকল্পনা তাদের কিছুটা আশ্বাস দিচ্ছে যে, প্রয়োজনে আত্মীয় বা বিশ্বস্ত বন্ধু তাদের দায়িত্ব নেবে।
বিভিন্ন মানবাধিকার সংগঠন ও চার্চ সম্প্রদায় পরিবারগুলোকে সহায়তা করছে। তারা অভিভাবকত্ব পরিকল্পনা তৈরির জন্য বিনামূল্যে পরামর্শ দিচ্ছে এবং স্থানীয় আদালতে নথি জমা দেওয়ার প্রক্রিয়ায় সাহায্য করছে।
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি কঠোর হওয়ার ফলে অভিবাসী পরিবারগুলো নতুন বাস্তবতায় মানিয়ে নিতে চেষ্টা করছে। অভিভাবকত্ব পরিকল্পনা এখন তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। যদিও এটি সমস্যার স্থায়ী সমাধান নয়, তবে বাবা-মায়ের অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে শিশুদের জন্য কিছুটা স্থিতিশীলতা এনে দিচ্ছে।
logo-1-1740906910.png)