Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

শুল্ক আয় থেকে প্রত্যেক নাগরিককে ২০০০ ডলার দেবেন ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:২০

শুল্ক আয় থেকে প্রত্যেক নাগরিককে ২০০০ ডলার দেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দেশের সব নাগরিককে তিনি ২ হাজার ডলার করে ডিভিডেন্ড বা লভ্যাংশ দেবেন। এই অর্থ আসবে বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক (রিসিপ্রোক্যাল ট্যারিফ) থেকে অর্জিত রাজস্ব থেকে।  

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ৯ নভেম্বর ট্রাম্প আবারো এই প্রস্তাব তুলেছেন। তিনি বলেছেন, শুল্ক থেকে বিলিয়ন ডলার আয় হচ্ছে এবং সেই অর্থ থেকে জনগণকে সরাসরি সুবিধা দেওয়া হবে। যদিও তিনি এর আগে একাধিকবার এমন ঘোষণা দিয়েছেন, এখনো তা বাস্তবায়ন হয়নি।  

ট্রাম্পের শুল্কনীতি বর্তমানে সুপ্রিম কোর্টে বড় আইনি চ্যালেঞ্জের মুখে। বিচারপতিরা শুনানিতে প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের শুল্ক আরোপ আসলে রাজস্ব সংগ্রহের এক ধরনের করের মতো কাজ করছে, যা বাণিজ্য ভারসাম্য রক্ষার জরুরি পদক্ষেপ নয়। যদি আদালত রায় দেয় যে এসব শুল্ক অবৈধ, তবে সরকারকে আমদানিকারকদের কাছে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ফেরত দিতে হতে পারে।

এদিকে সাম্প্রতিক নির্বাচনে রিপাবলিকানরা বড় ধাক্কা খেয়েছে। ভোটাররা মূল্যস্ফীতির জন্য তাদের দায়ী করেছেন, যা আংশিকভাবে ট্রাম্পের শুল্কনীতির ফল বলে মনে করা হচ্ছে।  

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমরা ট্রিলিয়ন ডলার আয় করছি এবং শিগগিরই ৩৭ ট্রিলিয়ন ডলারের ঋণ পরিশোধ শুরু করব। যুক্তরাষ্ট্রে রেকর্ড বিনিয়োগ হচ্ছে, নতুন কারখানা গড়ে উঠছে সর্বত্র।” তিনি আরো বলেন, “প্রত্যেক নাগরিকের জন্য অন্তত ২ হাজার ডলারের একটি ডিভিডেন্ড দেওয়া হবে, তবে উচ্চ আয়ের মানুষ বাদ থাকবে।”  

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবিসি নিউজকে বলেছেন, শুল্কের উদ্দেশ্য রাজস্ব আদায় নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য আনা। তবে ট্রাম্পের ঘোষণায় নতুন প্রশ্ন উঠেছে- এই ডিভিডেন্ড দেওয়ার অনুমোদন আদৌ আছে কিনা, কারা এটি পাবেন এবং সরকারের ঋণ পরিশোধে এর প্রভাব কী হবে।  

Logo