Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

নিউ ইয়র্কে বাংলাদেশি আঙ্কেল আন্টিদের ধন্যবাদ জানালেন মামদানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:২৬

নিউ ইয়র্কে বাংলাদেশি আঙ্কেল আন্টিদের ধন্যবাদ জানালেন মামদানি

বারবার বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি। তিনি বলেন, “বাংলাদেশি ‘আঙ্কেল-আন্টিদের’ ভালোবাসা ও সমর্থন আমাকে এই জয় এনে দিয়েছে।”

যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমগুলো মামদানির বিজয়ে বাংলাদেশি কমিউনিটির ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরেছে। নিউ ইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, মামদানির জয় সম্ভব হয়েছে একটি ছোট কিন্তু সংগঠিত বাংলাদেশি কমিউনিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টায়।

নির্বাচনে শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলমান ভোট দিয়েছেন, যার অধিকাংশই মামদানির পক্ষে। নির্বাচনের দিন ভোরে সূর্য ওঠার আগেই বাংলাদেশি নারীরা ভোটকেন্দ্রে উপস্থিত হন। তারা ডোর টু ডোর প্রচারণা চালিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করেছেন।

প্রবাসী বাংলাদেশিরা মামদানির বিজয় উদযাপন করেছেন রাত ১০টার পর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রংকস ও ব্রুকলিনে আনন্দ সমাবেশের মাধ্যমে। অনেকেই ছুটে গেছেন তার প্রধান ক্যাম্পেইন অফিসে ম্যানহাটনে।

বাংলাদেশি তরুণ প্রজন্মও মামদানির পক্ষে সক্রিয় ছিলেন। ২৪ জুন অনুষ্ঠিত প্রাইমারিতেও তারা ব্যাপকভাবে ভোট দিয়েছেন। মামদানি ছিলেন তাদের প্রচারণার কেন্দ্রবিন্দু।

এই বিজয়ে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার, জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন ভূঁইয়া, ব্রংকস কমিউনিটির এম এন মজুমদার, আব্দুস শহীদ, মামুন ইসলাম, জাকারিয়া, আহসান হাবিব, নুরুল আজিম ও কাজি ফৌজিয়া।

মামদানির বিজয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সচেতনতা ও অংশগ্রহণের এক অনন্য উদাহরণ। এই জয় তাদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নেতৃত্বে অংশগ্রহণের পথকে আরো প্রশস্ত করেছে।

Logo