Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় ভিসা জটিলতায় পড়তে পারেন বাংলাদেশিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০০:৩০

কানাডায় ভিসা জটিলতায় পড়তে পারেন বাংলাদেশিরা

বিশ্বজুড়ে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণের ধারাবাহিকতায় এবার কানাডাও একই পথে হাঁটছে। দেশটির সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা অর্জনের উদ্যোগ নিয়েছে, যার ফলে বাংলাদেশি আবেদনকারীরা ভিসা জটিলতায় পড়তে পারেন।

কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজে প্রকাশিত নথি অনুযায়ী, কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। এই গ্রুপের লক্ষ্য হলো ভ্রমণ ভিসার জাল আবেদন শনাক্ত ও বাতিল করা এবং এ সংক্রান্ত ক্ষমতা বৃদ্ধি করা।

অভ্যন্তরীণ সরকারি নথিতে ভারত ও বাংলাদেশকে ‘নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ’ হিসেবে উল্লেখ করে এই ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে ‘নির্দিষ্ট দেশের ভিসাধারীদের’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও প্রকাশ্যে কানাডার ইমিগ্রেশনমন্ত্রী লেনা দিয়াব এই ক্ষমতা চাওয়ার কারণ হিসেবে কেবল মহামারি বা যুদ্ধের কথা বলেছেন এবং কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি।

এই ক্ষমতা সংবলিত বিল ‘সি-১২’ ইতোমধ্যে পার্লামেন্টে তোলা হয়েছে এবং সরকার দ্রুত এটি পাস করার আশা করছে।

এদিকে, সুশীল সমাজের ৩০টিরও বেশি সংগঠন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মাইগ্র্যান্ট রাইটস নেটওয়ার্কসহ বিভিন্ন সংগঠন বলছে, এই ক্ষমতা সরকারকে ‘গণবহিষ্কারের যন্ত্র’ স্থাপনের সুযোগ করে দিতে পারে।

অভিবাসন আইনজীবীরাও সন্দেহ প্রকাশ করেছেন, আবেদন জট কমাতে সরকার এই ক্ষমতা চায় কিনা। আইআরসিসি অবশ্য জানিয়েছে, ‘নির্দিষ্ট গোষ্ঠী বা পরিস্থিতি’ মাথায় রেখে প্রস্তাবটি করা হয়নি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তে অপ্রয়োজনীয় ভিড় কমানো এবং ভুয়া পর্যটক ও অবৈধ পারাপার রোধে তারা দৃঢ় পদক্ষেপ নিয়েছে।

এই পরিস্থিতিতে কানাডায় ভিসা আবেদনকারী বাংলাদেশিদের সতর্কতা ও সচেতনতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে।

Logo