Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডার অভিবাসন ব্যবস্থায় সংকট, বেড়েছে ভিসা প্রত্যাখ্যান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২৭

কানাডার অভিবাসন ব্যবস্থায় সংকট, বেড়েছে ভিসা প্রত্যাখ্যান

কানাডার অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিয়েছে। ২০২৫ সালে অভ্যাগত, শিক্ষার্থী ও কর্মসংস্থান ভিসা প্রত্যাখ্যানের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, এতে বহু আবেদনকারী আদালতের দ্বারস্থ হচ্ছেন, কারণ তারা মনে করছেন, তাদের আবেদন যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের সফটওয়্যার যেমন ‘Chinook’ ব্যবহারের ফলে অনেক আবেদন মানবিক বিবেচনা ছাড়াই বাতিল করা হচ্ছে। এতে আবেদনকারীরা একই ধরনের সাধারণ প্রত্যাখ্যানপত্র পাচ্ছেন, যেখানে ব্যক্তিগত প্রেক্ষাপট বা যুক্তি বিবেচনা করা হচ্ছে না।

এই পরিস্থিতিতে বিচারিক পুনর্বিবেচনার সংখ্যা বেড়ে গেছে। অনেকেই আদালতে আবেদন করে বলছেন, তাদের ভিসা প্রত্যাখ্যান অযৌক্তিক ও অস্বচ্ছ। বিশেষ করে শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে এই সমস্যা প্রকট।  

কানাডা দীর্ঘদিন ধরে নতুন অভিবাসীদের স্বাগত জানিয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক নীতিগত পরিবর্তন এবং অটোমেশন নির্ভরতা এই ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে।

বিশ্লেষকরা বলছেন, ভিসা প্রত্যাখ্যানের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। কিন্তু Chinook-এর মতো সফটওয়্যার ব্যবহারে এই দিকটি উপেক্ষিত হচ্ছে।

এই সংকটের ফলে কানাডার অভিবাসন ব্যবস্থায় আস্থা কমে যেতে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থী, দক্ষ কর্মী ও পর্যটকদের আগ্রহ কমলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে। একই সঙ্গে আদালতের চাপ বাড়বে এবং নীতিগত সংস্কারের প্রয়োজন দেখা দেবে।

এই পরিস্থিতি মোকাবিলায় কানাডার অভিবাসন বিভাগকে স্বচ্ছতা, মানবিকতা ও প্রযুক্তির ভারসাম্য রক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Logo