যুক্তরাষ্ট্রে থেকে ৪০ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র থেকে ৪০ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা ঘোষণা করেছেন। ২০২৫ সালের শুরু থেকেই তার প্রশাসন অভিবাসনবিরোধী অভিযান জোরদার করেছে, যার অংশ হিসেবে নিউ ইয়র্কসহ বিভিন্ন ‘স্যাঙ্কচ্যুয়ারি সিটিতে ব্যাপক ধরপাকড় চলছে। হোমল্যান্ড সিকিউরিটির ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইস) এজেন্টরা চায়না টাউনসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অভিবাসীকে আটক করেছে, যার মধ্যে অনেক কৃষ্ণাঙ্গ ও আফ্রিকান দেশের নাগরিক রয়েছেন।
হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬ লাখ অভিবাসী বহিষ্কারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যার মধ্যে ২ লাখ ইতোমধ্যে বহিষ্কৃত হয়েছে। প্রশাসনের হাতে এখনো তিন বছরের বেশি সময় রয়েছে এবং তারা আশা করছে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন, বিশেষ করে ডিটেনশন সেন্টারে অভিবাসীদের রাখার খরচ ও নিজ দেশে ফেরত পাঠানোর বিমান ভাড়া বহনের জন্য। প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতায় বরাদ্দ দিলেও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, যদিও অধিকাংশ কংগ্রেসম্যান এই উদ্যোগের পক্ষে।
এই কঠোর নীতির ফলে অনেক অবৈধ অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ২০ লাখ অভিবাসী দেশত্যাগ করেছে। আইস এজেন্টরা ৪ লাখ ৫৭ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে। হোমল্যান্ড সিকিউরিটির মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে অভিবাসনবিরোধী অভিযান আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কার্যকর হচ্ছে।
তবে এই অভিযান নিয়ে বিতর্কও রয়েছে। অনেক বৈধ অভিবাসীকেও আটক ও বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আইস এজেন্টদের ওপর হামলার ঘটনাও বেড়েছে, ২০২৫ সালে তা ১০০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। টেক্সাসে এক হামলায় দুই অভিবাসী নিহত হন।
ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যবহার করছে—“উন্মুক্ত সীমান্তের যুগ শেষ।” লস অ্যাঞ্জেলেস, শিকাগো, পোর্টল্যান্ডসহ বিভিন্ন শহরে অভিযান জোরদার করা হয়েছে। তবে বিশাল বহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়নে জনবল ও অর্থের ঘাটতি রয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় দেড় কোটি অবৈধ অভিবাসী রয়েছে। ট্রাম্প প্রশাসন এই সংখ্যা কমিয়ে আনার জন্য আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে, যা আগামী বছর আরো তীব্র হতে পারে।
logo-1-1740906910.png)