ফ্রেঞ্চ ভাষা জানা ৪,৫০০ প্রার্থীকে কানাডায় আমন্ত্রণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:০৭
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ (IRCC) চলতি মাসের দ্বিতীয় এক্সপ্রেস এন্ট্রি ড্রতে ৪ হাজার ৫০০ প্রার্থীকে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে আমন্ত্রণ জানিয়েছে। এবার নির্বাচিতদের মূল যোগ্যতা ছিল ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা।
IRCC জানিয়েছে, এই ড্রতে নির্বাচিত হতে হলে প্রার্থীদের কমপক্ষে ৪৩২ পয়েন্টের Comprehensive Ranking System (CRS) স্কোর থাকতে হয়েছে এবং ১৩ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৭ মিনিটের (UTC) আগে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল তৈরি করতে হয়েছে।
এই ড্রটি অক্টোবরের দ্বিতীয় হলেও এর আগে ১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস (CEC) ভিত্তিক ড্র, যেখানে ১ হাজার প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়া সেপ্টেম্বরের শেষদিকে অনুষ্ঠিত হয়েছিল প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (PNP) এবং ট্রেডস ক্যাটাগরির ড্র, যেখানে যথাক্রমে ২৯১ ও ১ হাজার ২৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়।
২০২৫ সালে এখন পর্যন্ত এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের মাধ্যমে মোট ৭০ হাজার ৩৩৮ জনকে স্থায়ী বসবাসের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি বছর এক্সপ্রেস এন্ট্রি ড্রগুলোতে মূলত PNP, CEC, ফ্রেঞ্চ ভাষা দক্ষতা এবং অগ্রাধিকার পেশাভিত্তিক ক্যাটাগরিগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
IRCC-এর এই নির্বাচনের ফলে কানাডায় বিভিন্ন ভাষার সেতুবন্ধন তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ফ্রেঞ্চ ভাষায় দক্ষ প্রার্থীদের জন্য আলাদা ক্যাটাগরি চালু করে কানাডা মূলত কুইবেকসহ অন্যান্য ফ্রেঞ্চভাষী অঞ্চলে দক্ষ জনশক্তি সরবরাহ নিশ্চিত করতে চায়।
বিশ্লেষকরা বলছেন, কানাডার অভিবাসন নীতিতে ভাষা দক্ষতা একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ফরাসি ভাষায় দক্ষতা থাকলে প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ অনেক বেশি।
তথ্যসূত্র: সিআইসি নিউজ
logo-1-1740906910.png)