Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় দক্ষ কর্মী ও উদ্যোক্তাদের আমন্ত্রণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:০৫

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় দক্ষ কর্মী ও উদ্যোক্তাদের আমন্ত্রণ

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ তাদের সর্বশেষ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (PNP) ড্রতে দক্ষ কর্মী ও উদ্যোক্তাদের জন্য অভিবাসনের আমন্ত্রণ জানিয়েছে। এই ড্রর মাধ্যমে প্রদেশটি স্থানীয় শ্রমবাজারের চাহিদা পূরণে আন্তর্জাতিক দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করতে চায়।

ব্রিটিশ কলাম্বিয়া প্রাদেশিক অভিবাসন দপ্তর জানিয়েছে, ৩ অক্টোবর অনুষ্ঠিত এই ড্রতে মোট ১৯০ জন প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ১৮৪ জনকে আমন্ত্রণ দেওয়া হয়েছে Skilled Worker, International Graduate এবং Entry Level and Semi-Skilled ক্যাটাগরির আওতায়। বাকি ৬ জনকে Entrepreneur Immigration ক্যাটাগরির অধীনে আমন্ত্রণ জানানো হয়েছে।

দক্ষ কর্মীদের জন্য নির্বাচিতদের স্কোর ছিল ৮৯ থেকে ১১৩ এর মধ্যে, যা British Columbia’s Skills Immigration Registration System (SIRS) অনুযায়ী নির্ধারিত হয়েছে। এই স্কোর নির্ধারণে প্রার্থীর শিক্ষা, কাজের অভিজ্ঞতা, ভাষা দক্ষতা এবং চাকরির অফার বিবেচনা করা হয়।

উদ্যোক্তা ক্যাটাগরিতে আমন্ত্রিতদের মধ্যে তিনজনকে ‘Base Stream’ এবং তিনজনকে ‘Regional Pilot’ স্ট্রিমের অধীনে নির্বাচন করা হয়েছে। এই স্ট্রিমগুলো মূলত ব্রিটিশ কলাম্বিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যবসা স্থাপন ও পরিচালনার জন্য উদ্যোক্তাদের উৎসাহিত করতে চালু করা হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়া PNP প্রোগ্রাম কানাডার অভ্যন্তরীণ অভিবাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রোগ্রামের মাধ্যমে প্রদেশগুলো তাদের নিজস্ব শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদেশি কর্মী ও উদ্যোক্তাদের নির্বাচন করতে পারে। যারা এই প্রোগ্রামের আওতায় মনোনয়ন পান, তারা কানাডার স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন।

বিশ্লেষকরা বলছেন, ব্রিটিশ কলাম্বিয়া প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, নির্মাণ এবং কৃষি খাতে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে এই ধরনের ড্র নিয়মিত আয়োজন করছে। একই সঙ্গে উদ্যোক্তাদের জন্য আঞ্চলিক ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি করছে, যা স্থানীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করছে।

যারা কানাডায় অভিবাসনের পরিকল্পনা করছেন, তাদের জন্য ব্রিটিশ কলাম্বিয়ার PNP প্রোগ্রাম একটি কার্যকর ও বাস্তবসম্মত পথ হতে পারে। তবে আবেদনকারীদের উচিত প্রোগ্রামের নিয়ম-কানুন, স্কোরিং পদ্ধতি এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিতভাবে জানা ও প্রস্তুতি নেওয়া।

তথ্যসূত্র: সিআইসি নিউজ

Logo