Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

প্রবাসী শিশুরা দেশে ফিরলে ২৫০০ ডলার দেবে ট্রাম্প প্রশাসন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:০২

প্রবাসী শিশুরা দেশে ফিরলে ২৫০০ ডলার দেবে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসী শিশুদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরাতে ২ হাজার ৫০০ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। গত ৪ অক্টোবর দেওয়া এক ঘোষণায় বলা হয়, প্রাথমিকভাবে ১৭ বছর বয়সী শিশুদের এ প্রণোদনা দেওয়া হবে।

অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা নথি অনুযায়ী, ১৪ বছর বা তার বেশি বয়সী শিশুদের ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করলে কী হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

অভিবাসন আইনজীবী ও অধিকারকর্মীরা বলছেন, এত টাকা শিশুদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। একটি শিশুর জন্য ২ হাজার ৫০০ ডলার জীবনে দেখা সবচেয়ে বড় অর্থ হতে পারে, এতে তারা সঠিকভাবে ঝুঁকি-সুবিধা বিবেচনা করতে পারবে না। মন্তব্য করেন ন্যাশনাল সেন্টার ফর ইয়ুথ ‘ল’-এর আইনজীবী মেলিসা অ্যাডামসন।

অভিবাসন অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, এ প্রস্তাব শিশুদের আইনি দাবি ত্যাগ করতে এবং বিপদের মুখে দেশে ফেরত যেতে চাপ সৃষ্টি করছে।

২০০৮ সালের আইনে বলা আছে, কোনো শিশুকে ফেরত পাঠানোর আগে তাকে অবশ্যই অভিবাসন আদালতে হাজির হতে হবে। তবে ট্রাম্প প্রশাসনের কঠোর নজরদারির কারণে সরকারি আশ্রয়কেন্দ্রে শিশুদের অবস্থানকাল দীর্ঘ হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক সমকাল

Logo