Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধির আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:০০

ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধির আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঘোষিত নতুন এইচ-১বি ভিসা ফি বৃদ্ধির আদেশের বিরুদ্ধে সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতে মামলা দায়ের করা হয়েছে। ৩ অক্টোবর বিভিন্ন পেশার কর্মীদের একটি জোট এই মামলা করে। তাদের মূল দাবি ১ লাখ ডলারের অতিরিক্ত ভিসা ফি অবৈধ এবং তা অবিলম্বে স্থগিত করতে হবে।

জোটটি জানায়, স্বাস্থ্যসেবা কর্মী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এই ফি বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত হবেন। তারা বলেন, “এই ফি কার্যকর হলে হাসপাতাল চিকিৎসক হারাবে, গির্জা ধর্মযাজক হারাবে, শ্রেণিকক্ষ শিক্ষক হারাবে এবং বিভিন্ন শিল্প খাত উদ্ভাবক হারানোর ঝুঁকিতে পড়বে।”

গত মাসে ঘোষিত এই ফি কার্যকর হওয়ার মাত্র ৩৬ ঘণ্টা আগে কোম্পানিগুলোকে জানানো হয়, যা নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। নিয়োগকর্তারা জানেন না, কীভাবে এটি কার্যকর হবে এবং কারা ক্ষতিগ্রস্ত হবেন।

এইচ-১বি ভিসার ওপর নতুন ফি প্রেসিডেন্ট ট্রাম্পের বৃহত্তর অভিবাসন নিয়ন্ত্রণ নীতির অংশ। তিনি দাবি করেছেন, এই ভিসা ব্যবস্থার অপব্যবহার করে কম বেতনে বিদেশি কর্মীদের আনা হচ্ছে, যা আমেরিকান শ্রমিকদের জন্য ক্ষতিকর।

যুক্তরাষ্ট্রে প্রতি বছর লটারি পদ্ধতিতে ৮৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়, যার প্রায় ৭৫% ভারতীয় নাগরিকদের হাতে যায়। যদিও এখন পর্যন্ত সিলিকন ভ্যালির প্রযুক্তি খাতকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি, তবুও প্রযুক্তি উদ্যোক্তারা এই নীতির বিরুদ্ধে সতর্কতা জারি করেছেন।

ট্রাম্পের সাবেক মিত্র ইলন মাস্কসহ অনেক প্রযুক্তি নেতা বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতের শূন্যপদ পূরণে পর্যাপ্ত স্বদেশী প্রতিভা নেই। এইচ-১বি ভিসা বন্ধ বা ব্যয়বহুল হলে উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে।

মামলার বিবৃতিতে বলা হয়েছে, “আদালতের কাছে অনুরোধ করা হয়েছে যেন অবিলম্বে এই আদেশ স্থগিত করা হয় এবং নিয়োগকর্তা ও কর্মীদের জন্য একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা হয়।”

তথ্যসূত্র: বাসস

Logo