Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কেয়ারগিভার ভিসায় পিআর দেওয়া বন্ধ করল কানাডা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১৫

কেয়ারগিভার ভিসায় পিআর দেওয়া বন্ধ করল কানাডা

কানাডা সরকার বিদেশে অবস্থানরত কেয়ারগিভারদের জন্য স্থায়ী বাসস্থান (PR) পাওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে এখন থেকে শুধু কানাডার অভ্যন্তরে অবস্থানরত কেয়ারগিভাররা স্থায়ী বাসস্থানের জন্য আবেদন করতে পারবেন।

এই পরিবর্তন এসেছে কানাডার কেয়ারগিভার পাইলট প্রোগ্রামের আওতায়। আগে বিদেশে থাকা ব্যক্তিরা এই প্রোগ্রামের মাধ্যমে কানাডায় এসে কাজ শুরু করে পরে স্থায়ী বাসস্থানের জন্য আবেদন করতে পারতেন। কিন্তু এখন সেই সুযোগ আর থাকছে না।

যেসব বিদেশি নাগরিক কেয়ারগিভার হিসেবে কানাডায় কাজ করতে আগ্রহী ছিলেন, তারা এখন সরাসরি পিআর আবেদন করতে পারবেন না। তাদের প্রথমে কানাডায় বৈধভাবে প্রবেশ করে কাজ শুরু করতে হবে, তারপর অভ্যন্তরীণভাবে আবেদন করতে হবে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রণালয় (IRCC) জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ শ্রমশক্তিকে অগ্রাধিকার দেওয়া এবং আবেদন প্রক্রিয়াকে সহজতর করা। এছাড়া, কানাডায় ইতোমধ্যে কাজ করছেন এমন কেয়ারগিভারদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দ্রুত নিশ্চিত করাই এই নীতির লক্ষ্য।

Home Child Care Provider এবং Home Support Worker- এই দুটি পাইলট প্রোগ্রামের আওতায় কেয়ারগিভাররা কানাডায় কাজ করছেন। ২০২৫ সালের মধ্যে এই প্রোগ্রামগুলো পর্যালোচনা করে নতুন কাঠামো চালুর পরিকল্পনা রয়েছে।

অভিবাসন বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বিদেশে থাকা অনেক দক্ষ কেয়ারগিভারের জন্য হতাশাজনক। তবে কানাডার অভ্যন্তরীণ কর্মীদের স্থায়িত্ব নিশ্চিত করতে এটি একটি কৌশলগত পদক্ষেপ।

যারা কেয়ারগিভার হিসেবে কানাডায় কাজ করতে চান, তাদের এখন কানাডায় প্রবেশের জন্য ভিন্ন ভিসা বা কর্মসংস্থান চ্যানেল খুঁজতে হবে। স্থায়ী বাসস্থানের জন্য আবেদন করতে হলে আগে কানাডায় কাজ শুরু করতে হবে।

তথ্যসূত্র: সিআইসি নিউজ

Logo