ফরেন ইনভেস্টর ভিসা পুনরায় চালুর দাবি কানাডায়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৩

কানাডায় বিদেশি বিনিয়োগকারী অভিবাসন কর্মসূচি (Foreign Investor Immigration Program) পুনরায় চালুর দাবি জোরালো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই কর্মসূচি বন্ধ থাকায় কানাডা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে এবং প্রতিযোগিতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় দেশগুলোর কাছে।
২০১৪ সালে কানাডা সরকার বিনিয়োগকারী অভিবাসন কর্মসূচি বন্ধ করে দেয়, যার মাধ্যমে বিদেশি নাগরিকরা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পেতেন। তখন যুক্তি ছিল- এই কর্মসূচি কানাডার অর্থনীতিতে প্রত্যাশিত অবদান রাখছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে, অন্যান্য দেশ এই ধরনের কর্মসূচি চালু রেখে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে।
যুক্তরাষ্ট্রে EB-5 ভিসা, অস্ট্রেলিয়ায় Significant Investor Visa এবং ইউরোপের বিভিন্ন দেশে গোল্ডেন ভিসা কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই স্থায়ী বসবাসের সুযোগ পাচ্ছেন। ফলে কানাডা এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
বিশ্লেষকরা বলছেন, কানাডায় নতুন করে বিনিয়োগকারী অভিবাসন কর্মসূচি চালু করা হলে তা অর্থনীতিতে সরাসরি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগে সহায়ক হবে। বিশেষ করে প্রযুক্তি, রিয়েল এস্টেট, স্বাস্থ্য ও পরিবেশবান্ধব খাতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে।
বর্তমানে কানাডায় ব্যবসাভিত্তিক অভিবাসনের সুযোগ সীমিত। কিছু প্রাদেশিক নমিনেশন প্রোগ্রাম থাকলেও তা যথেষ্ট নয় এবং প্রক্রিয়াও জটিল। ফলে উচ্চ সম্পদশালী উদ্যোক্তারা কানাডার পরিবর্তে অন্য দেশে চলে যাচ্ছেন।
নতুন কর্মসূচি চালুর ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং অর্থনৈতিক প্রভাব মূল্যায়নের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত বলে মত দিয়েছেন অভিবাসন আইনজীবীরা। তারা বলছেন, বিনিয়োগের মাধ্যমে অভিবাসন শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধিতেও ভূমিকা রাখে।
তথ্যসূত্র: ফোর্বস