Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের ম্যারিয়ট মার্কুইস হোটেলে ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে চতুর্থ নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার এক্সপো ২০২৫। আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের নানা দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক ও উদ্যোক্তারা। বাংলাদেশ এবারো বিশেষ গুরুত্ব পাচ্ছে, বিশেষত পোশাক, তথ্যপ্রযুক্তি ও পাট খাতে।

গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স এবং বাংলাদেশ ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ২০২২ সাল থেকে এই আয়োজন করছে। এবারের প্রতিপাদ্য- “অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করি, গড়ি উন্নত ভবিষ্যৎ” নতুন প্রজন্মের ব্যবসা ভাবনার প্রতিফলন।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকুল, যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস্টিন জিলিব্র্যান্ড, ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রধান কেলি লোফলার এবং বাণিজ্য দপ্তরের উপসচিব পল ডেবর। এতে স্পষ্ট, আয়োজনটি শুধু প্রবাসীদের জন্য নয়, বরং মূলধারার আমেরিকান অর্থনীতিরও নজরে রয়েছে।

প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন থেকে দশ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। ইতালি, যুক্তরাজ্য, স্কটল্যান্ড ও পোল্যান্ড থেকে আসছেন শিল্পপতি ও ব্যবসায়ী নেতারা। নেতৃত্বে থাকবেন ইউরোপ সমন্বয়ক ফায়সাল আলম।

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য এটি শুধু প্রদর্শনী নয়, বরং বিশ্ববাজারে প্রবেশের একটি প্ল্যাটফর্ম। যুক্তরাষ্ট্রের দুই শতাধিক স্টলের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিষ্ঠানও।

যুক্তরাষ্ট্রে নতুন শুল্কনীতির প্রেক্ষাপটে এই মেলা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। পোশাক শিল্পে আস্থা তৈরি হলেও পাট, চামড়া, তথ্যপ্রযুক্তি ও কৃষিপণ্যেও নতুন সম্ভাবনা খুঁজছে বাংলাদেশ।

প্রবাসী বাংলাদেশিরা এখন শুধু সাংস্কৃতিক পরিচয়ে নয়, ব্যবসায়িক নেতৃত্বেও এগিয়ে আসছেন। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা তাই কেবল একটি প্রদর্শনী নয়, এটি বাংলাদেশি স্বপ্ন, পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতীক।

আয়োজক ডা. জিয়াউদ্দিন আহমেদ বাংলাদেশি ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের এক্সপোতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র: দৈনিক কালবেলা

Logo