আমেরিকার এইচ-১বি ভিসা নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫

এইচ-১বি আমেরিকার একটি কাজের ভিসা, যা কিনা পৃথিবীর নানা দেশের দক্ষ পেশাজীবীদের দেওয়া হয়। এই ভিসায় বিভিন্ন দেশের দক্ষ পেশাজীবীরা আমেরিকায় কাজ করতে যেতে পারেন।বিশেষত আইটি, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কম্পিউটার প্রোগ্রামিংয়ে যোগ্য-দক্ষ মানুষরা আমেরিকায় ৩ বছরের ভিসা পান, পরে এই ভিসা আরো ৩ বছর বাড়িয়ে ৬ বছর করা যায়।
সম্প্রতি এই ভিসা কন্ডিশনে পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। তাতে বলা হয়েছে, এই ভিসার আন্ডারে আমেরিকার বাইরে থেকে দক্ষকর্মী আনতে গেলে এককালীন ১ লাখ ডলার সরকারকে দিতে হবে। ২১ সেপ্টেম্বর ২০২৫ থেকে তা এক বছরের জন্য কার্যকর হয়েছে। হোয়াইট হাউস ঘোষণা করেছে, পুরনো এইচ-১বি ভিসা হোল্ডারদের কোনো সমস্যা হবে না, নতুনদের বেলায় নিয়মটি কার্যকর হবে। ফলে পুরনো এই ভিসা হোল্ডারদের কোনো ফি দিতে হবে না। তারপরও আমেরিকায় মাইক্রোসফট, ওয়ালমার্ট তাদের এই ভিসা হোল্ডার কর্মীদের বিদেশ ভ্রমণের বিষয়ে সতর্ক করছে। যারা বিদেশে আছে, তাদের দ্রুত আমেরিকায় ফিরতে বলেছে।
ফলে কাদের ওপর এর প্রভাব পড়বে, তা নিয়ে হইচই চলছে বিশ্বব্যাপী। নানা দেশের গণমাধ্যমের ভাষ্য, এই ভিসায় দক্ষপেশাজীবীদের ৭০ শতাংশ যায় ভারতীয়রা। এই ভিসার এমন পরিবর্তনের ফলে ভারতের আইটি খাতে পেশাজীবীদের নিতে চাইলে মার্কিন কোম্পানিগুলো এককালীন ১ লাখ ডলার ফি জমা দিতে হবে।
ভারতীয়দের বাইরে চীন, বাংলাদেশ, পাকিস্তান, নেপালের দক্ষ পেশাজীবীদের এই ভিসায় আমেরিকায় যাওয়া কঠিন হয়ে পড়বে। কারণ আমেরিকার অনেক ছোট কোম্পানিগুলো এই ফি দিয়ে নিতে চাইবে না। ফলে এইচ-১বি ভিসার কন্ডিশন পরিবর্তনের কারণে বাংলাদেশের দক্ষ পেশাজীবীদের কাজের ভিসায় আমেরিকায় যাওয়া সীমিত হয়ে যাবে।