Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ইউএস এইচ-১বি ভিসায় নতুন ফি আরোপে বেশি ক্ষতি হবে কোন দেশের?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪

ইউএস এইচ-১বি ভিসায় নতুন ফি আরোপে বেশি ক্ষতি হবে কোন দেশের?

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসা (এইচ-১বি) আবেদনকারীদের জন্য প্রতি বছর ১ লাখ মার্কিন ডলার ফি আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯ সেপ্টেম্বর ঘোষিত এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, যেহেতু দেশটি এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী।

যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এইচ-১বি ভিসার ৭১ শতাংশ পেয়েছেন ভারতীয় নাগরিকরা। দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছে মাত্র ১১.৭ শতাংশ। ফলে নতুন ফি কাঠামো ভারতের জন্য বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করবে।

এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি, গবেষণা, স্বাস্থ্যসেবা ও পরামর্শ খাতে দক্ষ কর্মী নিয়োগ করা হয়। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, ইনফোসিস, উইপ্রো ও কগনিজ্যান্টের মতো প্রতিষ্ঠানগুলো এই ভিসার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। নতুন ফি ঘোষণার পর কগনিজ্যান্টের শেয়ার ৫ শতাংশ এবং ইনফোসিস ও উইপ্রোর শেয়ার ২-৫ শতাংশ পর্যন্ত পড়ে গেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, “সব বড় বড় প্রতিষ্ঠানই এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে।” তবে রয়টার্সের অনুরোধে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ভারত ও চীন এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। রয়টার্স থেকে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস ও নিউ ইয়র্কে চীনা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সিদ্ধান্তে ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসা নবায়ন ও গ্রিনকার্ড আবেদন আরো ব্যয়বহুল হয়ে উঠবে। দীর্ঘ অপেক্ষার সময় বারবার ভিসা নবায়নে ১ লাখ ডলার ফি দিতে হবে।

আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের নীতিনির্ধারক অ্যারন রাইকলিন-মেলনিক এই ফি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ব্লুস্কাইতে লিখেছেন, “শুধু কংগ্রেসই আবেদনপ্রক্রিয়ার ফি নির্ধারণের অনুমতি দিতে পারে।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৬৫ হাজার এইচ-১বি ভিসা এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা দেওয়া হয়। সাধারণত তিন থেকে ছয় বছরের জন্য এই ভিসা দেওয়া হয় এবং ফি নিয়োগকর্তারাই বহন করে থাকেন।

ট্রাম্প একই দিনে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন, যেখানে বলা হয়েছে- যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য ১০ লাখ ডলার দিতে পারবেন, তাদের জন্য ‘গোল্ড কার্ড’ চালু করা হবে।

তথ্যসূত্র: রয়টার্স

Logo